রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, ১২:৩৯:২৯

১৬ ডিসেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যেসব ফোন

১৬ ডিসেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যেসব ফোন

এমটিনিউজ২৪ ডেস্ক : দেশের সব ধরনের অবৈধ ও অনিবন্ধিত মোবাইল ফোন বন্ধ হচ্ছে ১৬ ডিসেম্বর। ফলে আগে থেকে যারা অনিবন্ধিত মোবাইল ফোন ব্যবহার করছেন তারা চিন্তায় রয়েছেন। বিষয়টি নিয়ে সমাধান দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

এক বার্তায় বিটিআরসির জানিয়েছে, ‘১৬ ডিসেম্বরের পূর্বে নেটওয়ার্কে ব্যবহৃত সব মোবাইল হ্যান্ডসেট (বৈধ বা অবৈধ বা ডাটাবেইজে পাওয়া যায়নি) স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে এবং তা নেটওয়ার্কে সচল থাকবে।’

বিটিআরসির এনইআইআর সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বার্তায় বলা হয়, আগামী ১৬ ডিসেম্বরে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেমটি চালু হতে যাচ্ছে। ১৬ ডিসেম্বরের পূর্বে নেটওয়ার্কে ব্যবহৃত সব মোবাইল হ্যান্ডসেট (বৈধ বা অবৈধ বা ডাটাবেইজে পাওয়া যায়নি) স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে এবং তা নেটওয়ার্কে সচল থাকবে।

ফোনের বৈধতা যাচাই করার পদ্ধতি

আপনার ফোনের আইএমইআই নম্বর জানার জন্য ডায়াল করুন *#06#। অতঃপর মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে KYD১৫ ডিজিটের আইএমইআই নম্বরটি লিখে ১৬০০২ নম্বরে প্রেরণ করুন। ফিরতি মেসেজের মাধ্যমে মোবাইল হ্যান্ডসেটের বৈধতা সম্পর্কে জানতে পারবেন।

এনইআইআর সম্পর্কিত তথ্যসেবা

এনইআইআর সম্পর্কিত যে কোন তথ্য জানার প্রয়োজন হলে বিটিআরসির হেল্পডেস্ক নম্বর ১০০ এ কল করুন। যেকোনো অপারেটরের মোবাইল নাম্বার থেকে ডায়াল করুন *16161#। সংশ্লিষ্ট মোবাইল অপারেটরদের কাস্টমার কেয়ার নম্বর ১২১ এ ডায়াল করে অথবা কাস্টমার কেয়ার সেন্টারে সরাসরি যোগাযোগ করে এ সংক্রান্ত সেবা নিন।

এনইআইআর সংক্রান্ত সাধারণ জিজ্ঞাসার সমাধান পেতে ভিজিট করুন http://neir.btrc.gov.bd ওয়েবসাইটে। *16161# এর সার্ভিস ১৬ ডিসেম্বর থেকে পাওয়া যাবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে