মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫, ০৭:২০:২৯

এই মাসেই যে ৫ ধরনের জমির দলিল বা মালিকানা বাতিল হচ্ছে!

এই মাসেই যে ৫ ধরনের জমির দলিল বা মালিকানা বাতিল হচ্ছে!

এমটিনিউজ২৪ ডেস্ক : ভূমি ব্যবস্থায় স্বচ্ছতা ও অবৈধ দখল উচ্ছেদে কঠোর অবস্থান নিয়েছে সরকার। সম্প্রতি জারিকৃত এক পরিপত্রে জানানো হয়েছে, কেবল দলিল থাকলেই এখন আর জমির মালিকানা নিশ্চিত হবে না। বিশেষ করে ৫ শ্রেণির জমির ক্ষেত্রে প্রচলিত ‘দলিল যার, ভূমি তার’ নীতি কার্যকর হবে না। ২০২৫ সালের মধ্যে এসব জমি উদ্ধারের সময়সীমা নির্ধারণ করেছে ভূমি মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের তথ্যমতে, যে ৫ ধরনের জমির দলিল বা মালিকানা বাতিল হতে পারে, সেগুলো হলো-

১. সাব-কবলা দলিল: সঠিক উত্তরাধিকার বণ্টন না করে বা কোনো ওয়ারিশকে বঞ্চিত করে তৈরি দলিল।
২. হেবা দলিল: দাতার পূর্ণ মালিকানা না থাকা সত্ত্বেও দান করা বা দানের শর্ত ভঙ্গ করা দলিল।
৩. জাল দলিল: সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির মাধ্যমে তৈরি ভুয়া দলিল।
৪. খাস জমি: সরকারি খাস খতিয়ানভুক্ত জমি যা অবৈধভাবে ব্যক্তিমালিকানায় বিক্রি দেখানো হয়েছে।
৫. অর্পিত সম্পত্তি: যুদ্ধ-পরবর্তী পরিত্যক্ত জমি যা বেআইনিভাবে দখল করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, এসব ক্ষেত্রে আদালতের সুনির্দিষ্ট রায় ছাড়া মালিকানা বা দখল বজায় রাখা যাবে না। মূলত সরকারি সম্পদ পুনরুদ্ধার ও সাধারণ মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতেই সরকার এই কঠোর উদ্যোগ গ্রহণ করেছে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে