সোমবার, ০৫ অক্টোবর, ২০১৫, ০২:০২:২৭

রবার্তো কার্লোসকে টেক্কা দিলেন জিকো

রবার্তো কার্লোসকে টেক্কা দিলেন জিকো

বিনোদন ডেস্ক : ‘বাবা’র চালে ‘ছেলে’ কুপোকাত । দুই ব্রাজিলিয়ান কিংবদন্তীর দ্বৈরথে শিষ্যকে হারালেন গুরু। ইন্ডিয়ান সুপার লীগে দিল্লি ডায়নামোসকে ২-০ গোলে হারিয়ে অভিযান শুরু করলো এফসি গোয়া।

আইএসএলে রবার্তো কার্লোস বনাম জিকোর হাড্ডাহাড্ডি লড়াই দেখার জন্য উদগ্রীব ছিল ভারতের ফুটবল প্রেমীরা। ৩ মিনিটের মধ্যেই গোল করে এগিয়ে যায় এফ সি গোয়া। ডানদিকে বল ধরে দিল্লির লেফট ব্যাককে পায়ের জাদুতে ধোঁকা দিয়ে বক্সে ঢুকে পড়েন গোয়ার রোমিও ফার্নান্ডেজ। গোললাইন বরাবর পৌঁছে মাইনাস রাখেন রোমিও। দিল্লির ডিফেন্ডাররা তখন দর্শকের ভূমিকায় দাঁড়িয়ে। বিনা বাধায় বলে পা ছুঁইয়ে গোল করে যান মন্দার।

১১ মিনিটেই ব্যবধান বাড়াতে পারত গোয়া। মোওরার থেকে বল পেয়ে রিনাল্ডো জোরালো শট নিলে দিল্লি গোলকিপার সঞ্জীবন তা আংশিক প্রতিহত করেন। আলগা বলে মোওরার গড়ানো শট গোলকিপার সঞ্জীবনের গায়ে লেগে পোস্টে লেগে ফেরায় বেঁচে যায় দিল্লি। এর পরই মালুদার নেতৃত্বে দিল্লি খেলা ধরতে শুরু করে। গোয়া ডিফেন্সে লুসিও মুনশিয়ানার সঙ্গে প্রতিপক্ষর আক্রমণ সামলালেও সমতা ফেরানো গোল পেয়েও যেত দিল্লি মালুদা ও মুলডার দুটো সহজ সুযোগের অপচয় না ঘটালে।

উল্টে বিরতির এক মুহূর্ত আগে বক্সের ডানদিক থেকে নেওয়া জোফ্রের অনবদ্য ফ্রিকিকে পা ছুঁইয়ে গোয়ার পক্ষে ২–০ করেন রিনাল্ডো। বিরতির পর স্যান্টোসের থেকে বল পেয়ে দিল্লির রিসে শট নিলে তা পোস্টে লেগে ফেরে। সেই বলে মালুদার হেড আবার পোস্টে লাগায় ব্যবধান কমাতে ব্যর্থ দিল্লি। দুগোলে পিছিয়ে থাকা অবস্থায় দ্বিতীয়ার্ধে মাঠে নামেন রবার্তো কার্লোস। ডায়নামোসের হার অবশ্য বাঁচাতে পারেননি দলের ম্যানেজার কাম মার্কিন ফুটবলার। প্রথম ম্যাচে নিজেদের শক্তি বুঝিয়ে দিল গোয়া।
৫ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে