বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৫, ১০:৪৯:৩০

অবশেষে বিপিএলের ষষ্ঠ দলটিও পাওয়া গেল

অবশেষে বিপিএলের ষষ্ঠ দলটিও পাওয়া গেল

স্পোর্টস ডেস্ক: অবশেষে এবারের অনুষ্ঠিত হতে যাওয়া বিপিএলের ষষ্ঠ দলটি ফ্রাঞ্চাইজি নিশ্চিত হয়েছে। ৬ষ্ঠ দলের ফ্রাঞ্চাইজি হিসেবে সেই আলিফ গ্রুপকেই আনা হলো। যারা গত বিপিএল বরিশাল বার্নাসের মালিক ছিল। খেলোয়াড়দের পাওয়া নিয়ে জটিলতা বাধায় তাদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে দেরি হয়েছে বলে বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

যেভাবেই হোক, শেষ পর্যন্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগের তৃতীয় আসরের ছয় ফ্র্যাঞ্চাইজি প্রতিষ্ঠান নিশ্চিত হলো। এরই মধ্যে ঠিক করা হয়ে গেছে কে কোন দল পাচ্ছে, সে বিষয়টিও। তবে নাম নিয়ে কিছুটা জটিলতা রয়ে গেছে এখনও। সে কারণেই আনুষ্ঠানিক ঘোষণা এখনও দিতে পারছে না বিসিবি। সুতরাং, এখন শুধু অপেক্ষা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তরফ থেকে কখন আসে অনুষ্ঠানিক ঘোষণা।

বিপিএলর তৃতীয় আসরের ছয় ফ্র্যাঞ্চাইজি প্রতিষ্ঠান হচ্ছে: মিডিয়াকম (বেক্সিমকো গ্রুপ), দুলাল ব্রাদার্স লিমিটেড (ডিবিএল), এক্সিওম টেকনোলজি, আই স্পোর্টস (ফ্লোরা টেলিকম), রয়্যাল স্পোর্টিং লিমিটেড এবং আলিফ গ্রুপ।

যদিও কয়েক দিন আগেই বিপিএলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক জানিয়েছিলেন, বিপিএলের দ্বিতীয় আসরে সাত দল থাকলেও এবারের আসরে ছয়টি দল নিয়েই টুর্নামেন্ট শুরুর পরিকল্পনার কথা। যার মধ্যে পাঁচটি দল চূড়ান্ত হয়েছিল আগেই; এর মধ্যে তিনটি নতুন হলেও বাকি দুটি ছিল পুরনো ফ্র্যাঞ্চাইজি। ওই পাঁচটির মাঝে দল বণ্টনের কাজ অবশ্য আটকে ছিল ষষ্ঠ দল পাবার অপেক্ষায়।

সর্বশেষ পাওনা পরিশোধ করে ষষ্ঠ দল হিসেবে নিজেদের অন্তভূক্তি নিশ্চিত করে নিল, প্রথম দুই আসরে খেলা বরিশাল বানার্সের মালিকানা ধরে রাখা আলিফ গ্রুপ। বিসিবির সঙ্গে কয়েক দফা আলাপ-আলোচনার পর বকেয়া পরিশোধে সম্মত হয়েছে দলটি। আর তাতেই বিপিএলের তৃতীয় আসরে অংশগ্রহণে শেষ প্রতিষ্ঠান হিসেবে টিকিট পাচ্ছে তারা।
১০ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/এমআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে