শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০১৫, ০৩:০৯:৩৪

জয়ের পর যা বললেন নেইমার

জয়ের পর যা বললেন নেইমার

স্পোর্টস ডেস্ক : হোক না প্রীতি ম্যাচ। তাতে জয়ের ‍অভ্যেস ধরে রেখেছে ব্রাজিল। কোস্টারিকাকে ১–০ হারানোর পর আমেরিকাকে ৪–১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে কার্লোস দুঙ্গার দল। ২০১৮ বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক পর্বের খেলা শুরুর আগে দলের চেহারায় সন্তুষ্ট অধিনায়ক নেইমার।

পরিষ্কার বলে দিয়েছেন, ব্রাজিল কোনও একজনের ওপর নির্ভরশীল নয়। পরের মাসে ব্রাজিল বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে খেলবে চিলি এবং ভেনেজুয়েলার বিরুদ্ধে। কিন্তু দুঙ্গা পাবেন না নেইমারকে। কোপা আমেরিকায় লাল কার্ড দেখার জন্য। সেলেকাও অধিনায়ক কিন্তু তাতে চিন্তার কিছু দেখছেন না। নেইমারের কথায়, ‘ব্রাজিলে অনেক গ্রেট প্লেয়ার আছে। যারা যে–কোনও অনুপস্থিতি ঢেকে দিতে পারে। ব্রাজিল একজনের দল নয়। গত দুই ম্যাচের পারফরমেন্সের জন্য গোটা দলকে অভিনন্দন জানাচ্ছি।’

নেইমার আলাদা করে প্রশংসা করেছেন ডগলাস কোস্তা এবং মার্সেলোর। বলেছেন, ‘ওরা দু’জনে পার্থক্য গড়ে দিতে পারে।’ আমেরিকার বিরুদ্ধে জোড়া গোল করেছেন। দেশের হয়ে ৪৬ গোল হয়ে গেল নেইমারের। তিনি বলেছেন, জাতীয় দলের হয়ে খেলার সময় তিনি চেষ্টা করেন নিজের একশো শতাংশ দিতে এবং গোল করে দলকে সাহায্য করতে।

১১ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে