শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:২০:০১

ভারত সিরিজে দক্ষিণ আফ্রিকার দল ঘোষণা

ভারত সিরিজে দক্ষিণ আফ্রিকার দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক : আগামী নভেম্বর-ডিসেম্বরে ভারত সফরে চার ম্যাচ টেস্টে সিরিজের জন্য তিন বিশেষজ্ঞ স্পিনারকে অন্তর্ভুক্ত করে বৃহস্পতিবার দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। সম্প্রতি বাংলাশে সফরে খেলা সিমন হার্মারের সঙ্গে রয়েছেন অফ স্পিনার ড্যান পিৎ এবং পুনরায় দলে ডাক পেয়েছেন লেগ স্পিনার ইমরান তাহির। আর চতুর্থ স্পিন বিকল্প হিসেবে রয়েছেন টপ অর্ডার ব্যাটসম্যান জেপি ডুমিনি।

১৫ সদস্যের টেস্ট দলে সবচেয়ে বড় বিস্ময় মেধাবী উইকেটে রক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডি ককের বাদ পড়া। নির্বাচক প্যানেলের আহবায়ক জিন্ডা জন্ডি বলেন, গত মাসে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলা ড্যান ভিলাস উইকেটের পিছনে দাঁড়াবেন।

গত মৌসুমে সেঞ্চুরিয়নে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে ইনজুরিতে পড়ার পর থেকেই ব্যাট হাতে নিজের সেরাটা দিতে না পারা ডি কক বাংলাদেশে প্রথম ম্যাচে শূন্য রানে আউট হওয়ার পরই দল থেকে বাদ পড়েন।

সম্প্রতি দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের হয়ে ভারত সফরে ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে ও চারদিনের ম্যাচে পর পর তিনটিতেই সেঞ্চুরি করেন তিনি। তবে লংগার ভার্সনে জায়গা না পেলেও তিন টি-২০ ও পাঁচ ম্যাচের ওয়ানডে দলে রাখা হয়েছে ডি কককে।‘

বাংলাদেশ সফরে মিরপুর টেস্টে অভিষেক ঘটে ৩০ বছর বয়সী ভিলাসের। বৃষ্টির কারণে ম্যাচ ভেসে যাওয়ার আগে প্রথম দিনের খেলায় দুটি ক্যাচ নিয়েছিলেন তিনি।

জন্ডি বলেন, ‘আমাদের দল নির্বাচনে ধারাবাহিকতা অব্যাহত রাখাটা গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশ সফরে আবহাওয়ার কারণে ম্যাচে বিঘ্ন ঘটলেও যতটুকু সুযোগ পেয়েছে তাতেই নিজের সক্ষমতা প্রমান দিয়েছেন ড্যান।’

গত বছর আগস্টে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক টেস্টে অসাধারণ পারফরমেন্স করেছেন পিৎ। প্রথম বলেই উইকেট শিকারের পাশাপাশি শেষ পর্যন্ত ১৫২ রানে ৮ ব্যাটসম্যানকে আউট করেন। তবে ২০১৪/১৫ মৌসুমের শুরুতেই ঘাড়ের মারাত্মক ইনজুরিতে পড়েন তিনি।
তবে পুরোপুরি সুস্থ হয়ে ওঠার পর সম্প্রতি ভারত সফরে প্রোটিয়াস ‘এ’ দলের হয়ে প্রথম শ্রেণীর তিন ম্যাচে ১১ উইকেট শিকার করেন পিৎ।

সাম্প্রতিক সময়ে ওয়ানডে ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার সেরা স্পিনার তাহির টেস্টে নিজের ফর্মটা ধরে রাখতে পারেননি। এ পর্যন্ত ১৬ টেস্টে ৪৬.৩৯ গড়ে ৪৩ উইকেট শিকার করতে সক্ষম হয়েছেন পাকিস্তানে জন্ম গ্রহণ করা তাহির।
টেস্ট দলে একমাত্র নতুন মুখ কাগিসো রাবাদা।

টেস্ট দল : হাশিম আমলা (অধিনায়ক), এবি ডি ভিলিয়ার্স (সহ-অধিনায়ক), টেম্বা বাভুমা, জেপি ডুমিনি, ফাফ ডু প্লেসিস, ডিন এলগার, সিমন হার্মার, ইমরান তাহির, মরনে মরকেল, ভারনন ফিলান্ডার, ড্যান পিৎ, কাগিসো রাবাদা, ডেল স্টেইন, স্টিয়ান ভ্যান জিল, ড্যান ভিলাস (উইকেটরক্ষক)।

ওয়ানডে দল : এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), কাইল এ্যাবট, হাশিম আমলা, ফারহান বেহারদিয়েন, কুইন্টন ডি কক (উইকেট রক্ষক), জেপি ডুমিনি, ফাফ ডু প্লেসিস, ইমরান তাহির, ডেভিড মিলার, মরনে মরকেল, ক্রিস মরিস, এ্যারন ফাঙ্গিসো, কাগিসো রাবাদা, রিলি রোসৌ, ডেল স্টেইন।

টি-২০ দল : ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), কাইল এ্যাবট, হাশিম আমলা, ফারহান বেহারদিয়েন, কুইন্টন ডি কক (উইকেট রক্ষক), মার্চ্যান্ট ডি ল্যাঙ্গে, এবি ডি ভিলিয়ার্স, জেপি ডুমিনি, ইমরান তাহির, এডি লি. ডেভিড মিলার, ক্রিস মরিস, কাগিসো রাবাদা, ডেভিড ওয়াইসে, খায়া জন্ডো।

১১ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে