শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:৩১:১১

ফুটবলই সব নয়, আরও অনেক কিছু আছে রোনালদোর

ফুটবলই সব নয়, আরও অনেক কিছু আছে রোনালদোর

স্পোর্টস ডেস্ক : ফুটবল তাকে লক্ষ লক্ষ সমর্থক দিয়েছে। ফুটবল তাকে বিশ্বের সেরা ট্রফিগুলো জিততে সাহায্য করেছে। ফুটবল তাকে ব্যালন ডি’অর দিয়েছে। তবু ক্রিশ্চিয়ানো রোনাল্ডো মনে করছেন, তার জীবনে ফুটবলই সব কিছু নয়। চমকপ্রদ ভাবে তিনি বলে দিয়েছেন, ‘‘জীবনে সব কিছুই ফুটবল না। আরও অনেক কিছু আছে।’’

বহু বার নিজের বিলাসবহুল জীবনের জন্য বিতর্কে জড়িয়েছেন রোনালদো। অনেক বিশেষজ্ঞ তাকে ডেভিড বেকহ্যামের সঙ্গে তুলনা করতেও ছাড়েননি। যে বেকহ্যামের ফুটবল-প্রতিভার চেয়ে বেশি শিরোনাম পেয়েছে তার মাঠের বাইরের জীবন। তবে রোনালদো বলে দিচ্ছেন, ‘‘ফুটবলের মতো জীবনের বাকি জিনিসগুলোর প্রতিও আমার একটা দায়বদ্ধতা আছে।’’

সঙ্গে তিনি যোগ করেন, ‘‘মাঠের বাইরে যেটা পাচ্ছি তার জন্যও অনেক পরিশ্রম করতে হয়েছে। জীবনে কোনও কিছুই সহজে পাওয়া যায় না।’’ রোনালদো স্বীকার করে নিয়েছেন, ছোট থেকেই স্বপ্ন দেখতেন তার নামের ব্র্যান্ড তৈরি হবে। এখন যে স্বপ্নটা সত্যি। সিআর সেভেন বলছেন, ‘‘ছোট থেকেই ইচ্ছা ছিল আমার নামে পারফিউম হবে। আর এখন সেটা করতে পেরে খুবই খুশি। আশা করছি যারা রোনাল্ডোকে ভালবাসে তাদের আমার পারফিউমও পছন্দ হবে।’’

রোনালদোকে সই করাতে এখন থেকেই তত্পর প্যারিস সাঁ জাঁ। আগামী মরসুমে সিআর সেভেনকে মাদ্রিদ থেকে নিয়ে আসতে দফায় দফায় রিয়াল কর্তাদের সঙ্গে বৈঠক সারছেন ফরাসি ক্লাবের মালিক। তবে রিয়াল প্রেসি়ডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ পরিষ্কার করে দিয়েছেন, রোনালদোকে প্যারিসে বিক্রি করতে কোনও অসুবিধা নেই তার।

তবে রোনাল্ডোর ‘বাই আউটের’ দাম দিতে হবে ক্লাবকে। যার অঙ্ক বাংলাদেশী মুদ্রায় ৮,০০০ কোটি টাকা। একটি রেডিও সাক্ষাত্কারে রিয়াল প্রেসিডেন্ট বলেছেন, ‘‘হ্যাঁ প্যারিসকে রোনালদো দিতে কোনও সমস্যা নেই। শুধু দশ কোটি পাউন্ড দিক ওরা।’’ সঙ্গে এটাও জানিয়েছেন যে, রিয়ালের সঙ্গে রোনালদোর তিন বছরের চুক্তি এখনও আছে। ‘‘ভবিষ্যতে কী হবে, কেউ বলতে পারে না। কিন্তু রোনালদোর এখনও তিন বছরের চুক্তি আছে। আমরা সবাই চাই ও এখানে থাকুক।’’   

১১ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে