স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকা ভারত সফরের জন্য দল ঘোষণা করে দিয়েছে। পূর্ণ শক্তি নিয়েই ভারতে আসছে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে। আসন্ন ভারত–দক্ষিণ আফ্রিকা সিরিজ বেশ কঠিন হতে চলেছে মনে করছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।
শনিবার সৌরভ সেই সিরিজ সম্পর্কে বলতে গিয়ে জানালেন, ‘জানেন তো, দক্ষিণ আফ্রিকা সেই ২০০৬ সালের পর থেকে বিদেশের মাটিতে কোনও সিরিজ হারেনি। যেখানেই গেছে সিরিজ জিতেছে অথবা ড্র করেছে। আমার মতে, শ্রীলঙ্কা সিরিজের চেয়েও বেশ কঠিন সিরিজ হবে।’ সৌরভ মনে করছেন দক্ষিণ আফ্রিকা তিন স্পিনার ভারতে নিয়ে এলেও তাদের লেগ স্পিনার ইমরান তাহিরই টেস্ট খেলবেন।
সৌরভের বক্তব্য হল, ‘তাহিরকেই খেলাবে একমাত্র স্পিনার হিসেবে। বাকি তিন পেসার খেলবে। যদি এই দলে জাক কালিস থাকত তাহলে দুই স্পিনার নিেয় ওরা খেলত। আমার ধারণা, জে পি ডুমিনিকে ওরা পার্টটাইম স্পিনার হিসেবে ব্যবহার করতে পারে।’ নয়া স্পিনার ডেন পিয়েত সম্পর্কে সৌরভ আগাম কোনও মন্তব্য করতে চাননি। সৌরভ বলেন, ‘আগে বল করুক তারপর বোঝা যাবে কেমন স্পিনার। আগাম কিছুই বলা যাবে না নতুন স্পিনার সম্পর্কে।’
স্পিনার ইমরান তাহির সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে সৌরভের। ‘সবচেয়ে কার্যকরী স্পিনার দক্ষিণ আফ্রিকার। তাহির নিখুঁতও বটে।’ সম্প্রতি ইংল্যান্ডের জোরে বোলার জিমি অ্যান্ডারসন খানিকটা অভিযোগের সুরে বলেছেন ভারতের সব পিচই পরিকল্পনা করে বানানো হয়ে থাকে। টার্নিং ট্র্যাক ছাড়া অন্য কিছু করে না নিজেদের সুবিধা ভেবে। এ ব্যাপারে সৌরভের কাছে জানতে চাওয়া হলে তিনি পাল্টা উত্তর দেন, ‘তাহলে ওরা যেসব পিচেই ঘাস রাখে সেটা কী? প্রতিটি দেশই নিজেদের দেশের সুবিধা কাজে লাগায়।’
১৩ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি