রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৫, ১০:৫৪:১১

যে কারণে কান ধরে দাঁডিয়ে থাকতে হয়েছিল বিজয়কে

যে কারণে কান ধরে দাঁডিয়ে থাকতে হয়েছিল বিজয়কে

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রীড়া প্রতিষ্ঠান বিকেএসপিতে অ্যালমনাই অ্যাসোসিয়েশন অব বিকেএসপি (অ্যাব) এর উদ্যোগে গতকাল শনিবার প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন বিকেএসপিতে অধ্যায়ণ করা জাতীয় দলের বর্তমান-সাবেক অনেক খেলোয়াড়। সেখানে মুশফিক-সাকিব ছাড়াও উপস্থিত হয়েছিলে জাতীয় দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান এনামুল হক বিজয়।

বিকেএসপিতে পড়ার সময়ের স্মৃতি মনে করতে গিয়ে এনামুল হক বিজয় জানান, ‘বিকেএসপিতে যে ছয়টা বছর কাটিয়েছি তার প্রত্যেকটা ছিল অনেক আনন্দের।  প্রতিটি দিনই ছিল অনেক বেশি হাসি-খুশির।’

অনেকটা হাসিমাখা মুখ নিয়ে বললেন, ‘প্রথম দিনে ঢুকেই শাস্তির মুখোমুখি হতে হয়েছিল দেরি করে আসার কারণে। এই স্মৃতি আমার সেরা স্মৃতি। চারতলার ওপর দাঁড়িয়ে স্যারদের গায়ে পানি ঢেলে দিতাম। আর কত কি। দেয়াল টপকে ফুচকা খেতে যাওয়া । আজ সবই স্মৃতি।

শুধু কি তাই? ক্লাসে শাস্তি স্বরুপ কত যে কান ধরে দাঁড়িয়ে থাকতে হয়েছে এ দুষ্ট-মিষ্টি বিজয়কে তার কোন হিসেব নেই।  
১৩ সেপ্টেম্বর ২০১৫,এমটি নিউজ২৪/আরিফুর/রাজু

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে