স্পোর্টস ডেস্ক : সবার ধারনাই পাল্টে গেল এবার! বাংলাদেশ প্রিমিয়ার লিগে যোগ দিচ্ছে আরো একটি দল। ৬ টি দল ২০১৫ বিপিএল আসরে অংশ নেয়ার তথ্য নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
ধারনা ছিল এখানেই সিলমোহর। কিন্তু না নতুন একটি তথ্য দিয়ে অবাক করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।
আসন্ন বিপিএল আসরে ছয় নম্বর দল হিসাবে নিজেদের নাম অন্তর্ভূক্ত করে কুমিল্লাহ লিন্ডেজ। আইসিসির সাবেক সভাপতি ও বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী আ ফ ম মুস্তফা কামালের দল এটি।
তার কন্যা নাফিসা কামাল দলটির কর্ণধার হিসাবে যাবতীয় কাজ সারছেন। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, এবারের আসরেই দল সংখ্যা আরো বাড়বে।
তিনি জানান, আমাদের কাছে নতুন একটি দল এসেছে। তারা খুলনার ফ্রাঞ্চাইজি চাইছে। কথাবার্তা পাকা হচ্ছে। এর আগে সময় বেধে দেয়ার দিক থেকে বিসিবি কঠোর থাকলেও এখন সেখানে শীথিলতা এনেছে!
এই সুযোগই হয়তো আরো একটি দল অংশ নেয়ার সুযোগ পাচ্ছে এই আসরে। যখন চূড়ান্তভাবে জানানো হয় এবারের আসরে ৬টি দল অংশ নিচ্ছে।
ক্রিকেট বোর্ডের সাথে সব শর্তে মিলেছে এই দল কয়টির। এরই যেন নতুন হাওয়া যোগ করে ভিন্ন প্রবাহ যোগ করলেন খোদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাহসী সভাপতি নাজমুল হাসান পাপন। মূলত দল বাড়ানোর জন্যই পাপনের চেষ্টা।
১৩ এমটিনিউজ২৪/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর