স্পোর্টস ডেস্ক: বিশ্বের দ্রুততম মানবের জন্মশহর ট্রেলনিতে হবে স্কুলটি। এজন্য সরকারের খরচ পড়বে ২ লাখ ২০ হাজার ইউএস ডলার। জ্যামাইকা সরকার সেদেশের অ্যাথলেটদের সহায়তায় প্রতিষ্ঠা করতে যাচ্ছে ‘উসাইন বোল্ট’ স্পোর্টস স্কুল। মূলত গতির রাজার প্রতি শ্রদ্ধা রেখে স্কুলের নামকরণ হবে।
২০০৮ সাল থেকে শুরু করে বোল্ট যতগুলো দৌড় প্রতিযোগিতায় নাম লিখিয়েছেন তার মধ্যে একটি ছাড়া বাকী সবকটিতেই প্রথম হয়েছেন তিনি।
বেইজিংয়ে সদ্যশেষে হওয়া বিশ্ব চ্যাম্পিয়নশিপে একশ ও দুইশ মিটার দৌড়েও প্রথম হয়েছেন ক্যারিবিয়ান অ্যাথলেট উসাইন বোল্ট।
১৩ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস