স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম সেরা পেসার শাহাদাত হোসেন রাজিব ও তার স্ত্রী গ্রেফতারের দারপ্রান্তে রয়েছে বলে জানিয়েছেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ভূঁইয়া মাহবুব হোসেন।
এ বিষয়ে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ভূঁইয়া মাহবুব হোসেন বলেছেন, সম্ভাব্য বেশ কয়েকটি এলাকায় তারা অভিযান চালিয়েছেন। তবে তিনি বলেন, 'আজকেই ভাল রেজাল্ট পেতে পারেন'। ভালো রেজাল্ট বলতে গ্রেফতারের বিষয়টিকেই ইঙ্গিত করেন পুলিশের এই কর্মকর্তা।
তিনি জানান, 'ক্রিকেটার শাহাদাত এবং তার স্ত্রী আত্মগোপন করে আছেন। তারা মোবাইল ফোনও ব্যবহার করছেন না।' তাদের খোঁজে পুলিশের ১০টি টিম কাজ করছে বলে তিনি দাবি করেন।
মাহফুজা আক্তার হ্যাপি নামের ১১ বছরের শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে ক্রিকেটার শাহাদাত হোসেন এবং তাঁর স্ত্রীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ আনা হয়। নির্যাতিত শিশুটি ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসা নিচ্ছে।
পুলিশে কর্মকর্তা মিস্টার হোসেন জানান, বোলার শাহাদাত হোসেন এর আগেও শিশুটিকে মারধর করেছেন এবং মিরপুরের পল্লবী থানায় বিষয়টি মীমাংসা হয়।
তিনি আরও জানান, 'শাহাদাত হোসেন দম্পতির ছয়মাসের একটি শিশু সন্তান রয়েছে। সে এখন তাদের নানা-নানীর তত্ত্বাবধানে রয়েছে। সেখানেও নজর রাখছে পুলিশ।'
এদিকে শাহাদাত হোসেনকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করেছেন গৃহকর্মীদের অধিকার বিষয়ক একটি সংগঠন।
উল্লেখ্য, গৃহকর্মী নির্যাতনের জন্য অভিযুক্ত পেস বোলার শাহাদাত হোসেনকে ক্রিকেট থেকে সাময়িক বরখাস্ত করেছে বাংলাদেশের ক্রিকেট বোর্ড। শাহাদাত হোসেনের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত না আসা পর্যন্ত তাকে সব ধরনের ক্রিকেটের বাইরে থাকতে হবে। এমনটাই জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
সূত্রঃ বিবিসি
১৩ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/এমআর