স্পোর্টস ডেস্ক: চলতি ওয়ানডে সিরিজের টানা দুই ম্যাচ জিতে সিরিজ জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নেমে আজ খুব বাজেভাবে অস্ট্রেলিয়ার কাছে অত্মসমর্পণ করেছে ইংল্যান্ড। ইংল্যান্ডের দেয়া ১৩৮ রানের টার্গেটে খেলতে নেমে অস্ট্রেলিয়া ৮ উইকেটে বড় ব্যবধানে জয় পাওয়ায় চলতি সিরিজ ৩-২ ব্যবাধানে জিতে নিয়েছে অস্ট্রেলিয়া।
রবিবার ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ড ১৩৮ রানে অলআউট হয়ে যায়। টস জিতে ব্যাট করতে নামা ইংল্যান্ড ২৫ ওভার শেষে সংগ্রহ করে ১১২ রান। শেষ পর্যন্ত আদিল রশিদের লড়াকু হার না মানা ৩৫ রানের সুবাদে ৩৩ ওভারে ১৩৬ পর্যন্ত পৌঁছে তারা। নবম উইকেটে রশিদ ও টপলি ৩২ রান যোগ করেন।
সিরিজ নির্ধারণী ম্যাচে মিচেল মার্শ ও জন হ্যাস্টিংসের বলে তছনছ ইংলিশ ব্যাটিং লাইন। এর মধ্যে দলীয় ২২ রানের মাথায় অধিনায়ক ইয়ন মরগান মাথায় চোট পেয়ে মাঠ ছাড়েন। মিচেল স্টার্কের বল তার মাথায় আঘাত হানলে ক্রিজ ছাড়তে বাধ্য হন মরগান। দলের রান তখন ২২/৩। সপ্তম ওভারে এই বাঁ হাতি মাঠ ছাড়লে পরের ব্যাটসম্যানরা আর দাঁড়াতে পারেন নি।
১৩৯ রানের টার্গেটে খেলতে নেমে মাত্র দুই উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌছে যায় অস্ট্রেলিয়া। অ্যারন ফিঞ্চ ৭০ রানে এবং জর্জ বেইলি ৪১ রানে অপরাজিত থাকেন।
১৩ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/এমআর