স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে ভারতের ‘এ’ দলের হয়ে অধিনায়কত্ব করবেন শিখর ধাওয়ান। এ ছাড়াও খেলবেন সুরেশ রায়না, কেদার যাদব মতো জাতীয় দলের তারকা কিকেটটারা। তাদের বিরুদ্ধ খেলতে আজ (সোমবার) সকাল ৮ টায় ভারতের বেঙ্গালরুর উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে বাংলাদেশ ‘এ’ দল। কিন্তু দলের সাথে ভিসা জটিলতার কারণে যেতে পারেননি কোচ হিথ স্ট্রিক ও ফিজিও ব্রেটন হ্যারেপ। ভারতীয় 'এ' দলের বিপক্ষে দুইটি তিন দিনের ম্যাচ এবং তিনটি একদিনের ম্যাচের নেতৃত্ব দিবেন মমিনুল হক।
ভারত সফরে গেলেন বাংলাদেশ ‘এ’ দলের ১৫ সদস্যে। তারা হলেন- মুমিনুল হক (অধিনায়ক), নাসির হোসেন (সহ-অধিনায়ক) এনামুল হক বিজয়, সাব্বির রহমান রুম্মান, সৌম্য সরকার, লিটন কুমার দাস, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, আরাফাত সানি, জুবায়ের হোসেন লিখন, রনি তালুকদার, সাকলাইন সজিব, শফিউল ইসলাম, আল আমিন হোসেন ও শুভাগত হোম চৌধুরী।
আগামী ১৬ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে শুরু হওয়া প্রথম ওয়ানডে ছাড়াও সিরিজের পরের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৮ ও ২০ সেপ্টেম্বর। ২২ সেপ্টেম্বর শুরু হবে প্রথম তিনদিনের ম্যাচ এবং ২৭ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে ভারত ‘এ’দলের বিপক্ষে দ্বিতীয় ও শেষ তিনদিনের ম্যাচটি মাঠে গড়াবে। সফর শেষে আগামী ৩০ সেপ্টেম্বর ঢাকা উদ্দেশ্যে বেঙ্গালুরু ত্যাগ করার কথা রয়েছে বাংলাদেশ 'এ' দলের।
১৪ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস