সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:০১:১৯

পাকিস্তানকে ক্ষমা চাওয়ার দাবি ভারতের

পাকিস্তানকে ক্ষমা চাওয়ার দাবি ভারতের

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানকে ক্ষমা চাইতে হবে তাহলে ভারত-পাক দ্বিপাক্ষিক হকি সিরিজ সম্ভব, এমন দাবি করেছে হকি ইন্ডিয়া৷ গতবার ডিসেম্বর মাসে ভুবনেশ্বরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে হারানোর পরে অশোভন আচরণ করেন পাকিস্তানের হকি খেলোয়াড়রা৷

পাক খেলোয়াড়দের ওই আচরণের পরে সমালোচনার ঝড় উঠে সর্ব্ত্র৷তারপর ভারত-পাক হকির সম্পর্ক আরও অবনতি হয় ৷তবে ইদানিং পাক হকি কর্তারা উদগ্রীব ভারতের বিরুদ্ধে দ্বিপাক্ষিক হকি সিরিজ খেলার ব্যাপারে ৷ হকি ইন্ডিয়া অবশ্য এখনই পাক কর্তারা প্রস্তাবে সাড়া দিচ্ছে না ৷ তাদরে বক্তব্য, ওই ঘটনার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে হবে৷ যদি পাক হকি ওই ব্যাপারের জন্য হকি ইন্ডিয়ার কাছে ক্ষমা চায় তাহলে ফের ভারত-পাক দ্বিপাক্ষিক হকি সিরিজ বা প্রদর্শনী মাচ হওয়া সম্ভব ৷ তাছাড়া আপাতত কোনও সম্ভবনা নেই৷
১৪ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে