সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:১৮:৩০

ধোনির বিরুদ্ধে স্থগিতাদেশ জারি করল সুপ্রিমকোর্ট

ধোনির বিরুদ্ধে স্থগিতাদেশ জারি করল সুপ্রিমকোর্ট

স্পোর্টস ডেস্ক: সোমবার ভারতীয় ওয়ানডে দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বিরুদ্ধে একটি বিজ্ঞাপনীয় মামলার উপর স্থগিতাদেশ জারি করল ভারতের সুপ্রিম কোর্ট৷ দুই বছর আগে একটি বিজ্ঞাপনী পত্রিকার বিজ্ঞাপনে বিষ্ণুর অবতারে দেখা গিয়েছিল মাহিকে৷ তাঁর এই বিজ্ঞাপনটি ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে বলে অভিযোগ এনে আদালতে একটি পিটিশন দাখিল করা হয়৷সোমবার সেই আবেদনের উপর স্থগিতাদেশ জারি করে সুপ্রিম কোর্ট৷ পাশাপাশি আবেদনকারিকে নোটিশ পাঠান বিচারপতি পিসি ঘোষ৷ ভারতীয় দণ্ডবিধির ২৯৫এ ধারায় ধনির বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন তিনি৷ কর্ণাটক হাইকোর্টে ধাক্কা খাওয়ার পরই শীর্ষ আদালতের দ্বারস্থ হন ভারত অধিনায়ক৷

বিজ্ঞাপন জগতে ধোনির চাহিদা বোঝাতেই তাঁকে বিষ্ণু সাজানো হয়েছিল৷ ফটোশপ করে হিন্দু দেবতা বিষ্ণুর মুখের বদলে ধোনির মুখ বসানো হয়েছিল৷ পত্রিকার প্রচ্ছদেই ধোনির ছবি ছাপিয়ে লেখা হয়েছিল ‘দ্য গড অব বিগ ডিলস’৷ছবিতে ‘বিষ্ণু ধোনি’র বিভিন্ন হাতে জুতো সহ-বিভিন্ন সামগ্রী দেওয়া হয়।

পত্রিকার প্রকাশক, সম্পাদক এবং ধোনির বিরুদ্ধে ধর্মীয় আবেগে ধাক্কা ও হিন্দু দেবতাদের অপমান করার দায়ে মামলা করেছিল ‘শিবসেনা হিন্দুস্তান’। দিল্লির কোর্টে দাখিল ওই মামলা বাতিল করার আবেদন জানিয়ে কর্নাটক হাইকোর্টে গিয়েছিলেন টিম ইন্ডিয়ার ওয়ানডে ক্যাপ্টেন। কিন্তু হাইকোর্ট ধোনির আবেদন খারিজ করে দিয়ে জানিয়েছিল যে, বিজ্ঞাপনটি করার সময় ধোনির আরও দায়িত্বশীল হওয়া উচিত ছিল।হাইকোর্টে সুবিচার না-পাওয়ায় ধোনি সুপ্রিম কোর্টের দরজায় কড়া নেড়েছিলেন৷
১৪ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে