স্পোর্টস ডেস্ক: মৌসুমের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেনের নারী দ্বৈতের শিরোপা জেতায় সানিয়া মির্জা ও তার পার্টনার সুইস তারকা মার্টিনা হিঙ্গিসকে অভিনন্দন জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ এক টুইট বার্তায় এ কথা ব্যক্ত করেন তিনি।
টুইট বার্তায় প্রধানমন্ত্রী মোদি লিখেন, ইউএস ওপেনে ঐতিহাসিক জয়ের জন্য সানিয়া ও হিঙ্গিসকে অভিনন্দন। তোমাদের অর্জন আমাদেরকে গর্বিত করেছে।
তবে এই অভিনন্দনের জন্য মোদিকে ধন্যবাদ জানিয়ে একটি ট্ইুট করেছেন সানিয়া। টুইটে তিনি লিখেন, শূভ কামনায় স্যার আপনাকে ধন্যবাদ।
শীর্ষ বাছাই সানিয়া মির্জা ও মার্টিনা হিঙ্গিস জুটি চতুর্থ বাছাই কাসেই দেলাকুয়া ও ইয়ারোস্লাভা স্ভেদোভা জুটিকে ৬-৩, ৬-৩ গেমে হারিয়ে ইউএস ওপেনের নারী দ্বৈতের চ্যাম্পিয়ন হন। এ নিয়ে চলতি মৌসুমে নারী দ্বৈতে টানা দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম জিতলেন তারা।
ভারতীয় তারকা সানিয়া মির্জা এ নিয়ে মোট পাঁচটি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতেছেন। এর মধ্যে তিনটি মিশ্র দ্বৈতের শিরোপা । এর আগে চলতি মৌসুমেই উইম্বলডন চ্যাম্পিয়ন হয়েছেন তিনি।
১৪ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস