স্পোর্টস ডেস্ক: ২০১৩ সালে টেস্ট অভিষেক হলেও এখনও পর্যন্ত খেলেছেন মাত্র ৩টি টেস্ট। সর্বশেষ টেস্ট খেলেছেন প্রায় দুই বছর আগে। মজার ব্যাপার হচ্ছে এর আগে যেই দুইটি দেশের বিপক্ষে ম্যাক্সওয়েল টেস্ট ম্যাচ খেলেছেন সেই দুটি দেশই ছিল উপমহাদেশের, ভারত ও পাকিস্তান।
এবার উপমহাদেশেরই আরেক দেশ বাংলাদেশের বিপক্ষে টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তন হচ্ছে ম্যাক্সওয়েলের। টেস্ট দলে আবারও সুযোগ পাওয়ার অনুভূতি জানিয়ে ম্যাক্সওয়েল বলেন, আমি খুবই রোমাঞ্চিত।মনে হচ্ছে আমি যেন কিছুটা উপমহাদেশ বিশেষজ্ঞ হয়ে উঠেছি! এখন আমার কাজ হচ্ছে নিজেকে টেস্টে স্পেশালিস্ট হিসেবে প্রমান করা।
বাংলাদেশের বিপক্ষে সিরিজটা সহজ হবে না জানিয়ে ম্যাক্সওয়েল বলেন, দেশের বাইরে খেলাটা কখনই সহজ নয়। আমাদের জন্য কঠিন একটা পরীক্ষা হতে যাচ্ছে এটা। সাম্প্রতিক সময়ে তারা (বাংলাদেশ) বেশ কিছু ভাল দলকে ভুগিয়েছে। ভারত ও দক্ষিণ আফ্রিকা সেখানে গিয়েছিল এবং তাদের জন্য সময়টা সহজ ছিল না। তাই আমাদের জন্যেও এমন কিছুই অপেক্ষা করছে, আমাদের অবশ্যই ভাল খেলতে হবে।
১৩ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস