স্পোর্টস ডেস্ক : ভারতের বিরুদ্ধে ম্যাচ চলার সময়ই ধাক্কা খান শ্রীলঙ্কার বোলার কৌশল। শ্রীলঙ্কার বোলার কৌশলকে নোটিস পাঠায় আইসিসি।
কষ্টদায়ক সংবাদটাই তাকে দেয় আইসিসি। চেন্নাইয়ের আইসিসি অনুমোদিত বায়োমেকানিক ল্যাবোরেটরিতে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিলেন শ্রীলঙ্কান অফ-স্পিনার থারিন্ডু কৌশল৷ সপ্তাহ দু’য়েকের মধ্যেই রিপোর্ট পাওয়া যাবে৷
চেন্নাইয়ে শ্রী রামাচন্দ্র অর্থোস্কোপি ও স্পোর্টস সায়েন্স সেন্টারে ঘণ্টা দু’য়েক পরীক্ষার পর সোমবারই শ্রীলঙ্কা উড়ে যান তিনি৷
গত মাসেই সিংহলি স্পোর্টস ক্লাবে ভারতের বিরুদ্ধে সিরিজের তৃতীয় তথা শেষ টেস্টে কৌশলের বোলিং অ্যাকশন নিয়ে রিপোর্ট জমা দেন আম্পায়াররা৷
এখন পর্যন্ত দেশের হয়ে ছ’টি টেস্ট ও একটি ওয়ান ডে খেলেছেন বছর ২২-এর লঙ্কান অফ-স্পিনার৷ সম্প্রতি ভারতের বিরুদ্ধে তিনটি টেস্টে ১৩টি উইকেট নেন কৌশল৷ তথ্যসূত্র: কলকাতা
১৫ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর