মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৫, ১০:৪৪:২১

খবর দিয়েছে আইসিসি, অস্ট্রেলিয়াকে টপকে উপরে উঠেছে টাইগারবাহিনী!

খবর দিয়েছে আইসিসি, অস্ট্রেলিয়াকে টপকে উপরে উঠেছে টাইগারবাহিনী!

স্পোর্টস ডেস্ক : একটি গুরুত্ত্বপূর্ণ যায়গায় অস্ট্রেলিয়াকে টপকে উপরে উঠেছে বাংলাদেশ। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক প্রতিষ্ঠানই (আইসিসি) এর উজ্জ্বল সাক্ষী।

কয়েকদিন পরেই বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া। আর এর আগেই মিলল এমন অভিভূত হওয়ার মত তথ্য বাংলাদেশ। বাংলাদেশের ক্রিকেটারদের অভিজ্ঞতা এমনিতেই খুবই কম।

এখানে জাতীয় দলে সুযোগ পেয়ে কয়েকটি ম্যাচ খেলেই হারিয়ে যায় ক্রিকেটাররা। আর ক্ষুদে অভিজ্ঞতায়ই এবার অসিদের উপর টাইগারদের সম্মিলত প্রয়াস।       

বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহিমের রয়েছে ৪৮টি টেস্ট খেলার অভিজ্ঞতা। সাকিব ও তামিম খেলেছেন ৪২টি করে ম্যাচ। মুমিনুল হক খেলেছেন ১৭টি ম্যাচ।

এ ছাড়া ওপেনার ইমরুল কায়েস ২৪টি, অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ ২৭টি ও নাসির হোসেন ১৭টি ম্যাচ খেলেছেন। বাংলাদেশের এই ৭ ক্রিকেটারের মিলিত টেস্ট অভিজ্ঞতা ২১৭ টি।

অস্ট্রেলিয়ার সব ক্রিকেটাররা মিলে ২০৭টি ম্যাচ খেলেছেন। এ দিক থেকে বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে উচিৎ জবাব দিতে বেশ এগিয়ে থাকবে বলে ধরে নেয়া যায়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি দাপুটে টাইগার দল গ্রাউন্ডে তো দেখাই যাবে! এর পরে মিলবে ফলাফল।
১৫ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে