স্পোর্টস ডেস্ক : ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক প্রতিষ্ঠান আইসিসিকে অনেক ঝামেলাই সামাল দিতে হয়। খেলার মাঠে আম্পায়ারদের গুরু দায়িত্ব দেয় আইসিসি।
ভুল সিদ্ধান্ত নিয়ে বিতর্কিত হয়েছেন অনেকে। কেউ কেউ শুধু প্রশংসা কুড়িয়েছেন। ক্রিকেট জীবনে ৫৮টি টেস্ট ও ২২২টি ওয়ান ডে খেলা ডানহাতি ব্যাটসম্যান ব্যাটসম্যান মহানামা।
২০০৪-এ আইসিসি-র এলিট প্যানেল ম্যাচে-রেফারি হিসাবে যোগ দেন এই শ্রীলঙ্কান। সফল মিশন শেষে আইসিসি-র এলিট ম্যাচ-রেফারির পদ ছাড়তে চলেছেন রোশন মহানামা৷
পরিবারকে সময় দিতেই বছর শেষে স্বেচ্ছাবসর নেবেন শ্রীলঙ্কার প্রাক্তন ব্যাটসম্যান৷ পেশাগত দায়িত্বে তার ভাবমূর্তি ছিল অত্যন্ত উজ্জ্বল৷ গত ১১ বছরে যথেষ্ট সুনাম কুড়িয়েছেন মহানামা৷
মহানামা জানান, সিদ্ধান্ত নেওয়াটা সত্যিই কঠিন ছিল৷ ক্রিকেটে আমার ভীষণ অনুরাগ৷ ক্রিকেট খেলা ও আইসিসির দায়িত্ব পালন নিয়ে প্রায় ৪০ বছর ক্রিকেটের সঙ্গে জড়িয়ে ছিলেন তিনি। আইসিসি শিগগিরই বিদায় জানাবে এই মানুষটিকে।
১৫ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর