স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি ক্রিকেটের আয়োজন করছে পাকিস্তান। এবারের ক্রিকেট আসরে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করা হয়েছে দুই প্রাক্তন পাক-ক্রিকেট তারকা ওয়াসিম আক্রম ও রমিজ রাজাকে।
নতুন বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে পিসিএলের আসর। গেইল-আফ্রিদির দিকে দৃষ্টি থাকবে সবার। পিসিবির প্রাক্তন চেয়ারম্যান নাজিম জানিয়েছেন, ৮০ জন বিদেশি খেলোয়াড় পিএসএলের অংশ হতে রাজি হয়েছেন।
গেইলের সাথে কথা বলেছি। তিনি রাজি হয়েছেন। আইপিএল, বিপিএল ও কাউন্টি কাঁপানো গেইল আফ্রিদির সাথে এবার হয়তো একই আসরে মাঠ কাঁপাবেন।
গেইলের দেশের কায়রন পোলার্ড, সুনীল নারিন, ডোয়েন ব্রেভো, ডোয়েন স্মিথ, স্যামুয়েল বদ্রি, কেলভিন পিটারসন এবং ব্র্যান্ডন ম্যাকালামদের পিসিএল নেয়ার জন্য প্রস্তাব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বাংলাদেশের সাকিব ও তামিমের দিকে দৃষ্টি পাকিস্তান ক্রিকেট বোর্ডের।
১১ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর