স্পোর্টস ডেস্ক: বস্তুত টি-টোয়েন্টি ম্যাচের বিশেষজ্ঞ বলা যেতে পারে ক্রিজ গেইলকে। বহু আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে নিজের সেরাটা দিয়েছেন তিনি। শুধু আইপিএল-ই নয়, বাংলাদেশ প্রিমিয়ার লিগেও খেলেছেন তিনি। এবার পাক টি-টোয়েন্টি লিগে দেখা যেতে পারে সেই ব্যাটিং দানব গেইলকে।
পাক-ক্রিকেট লিগে খেলতে পারেন ওয়েস্টি ইন্ডিজ টি-টোয়েন্টি স্পেশালিস্ট ক্রিস গেইল এমনটা জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সচিব নাজিম শেঠি।
আগামী বছর ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে পাক-ক্রিকেট লিগ বা পিসিএল। পিসিবির প্রাক্তন চেয়ারম্যান নাজিম জানিয়েছেন, বিস্ফোরক এই ওপেনারকে পিসিএলে খেলানোর ব্যাপারে কথাবার্তা চলছে। তিনি বলেছেন, অনেক কষ্টে গেইলের সঙ্গে সাক্ষাত করা গিয়েছে। আমি এটা জানাতে পেরে খুশি, যে, তিনি পিএসএল-এ খেলতে সম্মত হয়েছেন।
১৫ সেপ্টেম্বর/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস