দক্ষিণ আফ্রিকার ‘টুইট’ সম্রাট ডি ভিলিয়ার্স
স্পোর্টস ডেস্ক: যদি বলা হয় দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে সবচেয়ে মারমুখি ও জনপ্রিয় ক্রিকেটারের নাম কি। তাহলে এক কথায় যে কেউ উত্তর দিবে অবশ্যই এ বি ডি ভিলিয়ার্স।
হ্যা। তাই ই। দক্ষিণ আফ্রিকান এই মারকুটে ব্যাটসম্যান খেলার মাঠের ন্যায় সামাজিক গণমাধ্যমেও সমান জনপ্রিয়তার অধিকারী। আর এমনটাই বলছে দেশটি মিডিয়া কোম্পানি ব্ল্যাকস্মোক এজেন্সির রিপোর্ট। দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে ও টেস্ট র্যাঙ্কিংয়ের সেরা এ ব্যাটসম্যানের টুইটারে ফলোয়ার সংখ্যা সবচেয়ে বেশি ২.৬৮ মিলিয়ন। তার পরেই রয়েছে সে দেশের এক কমেডিয়ানের নাম। ২.৬৩ মিলিয়ন ফলোয়ার নিয়ে দু’নম্বরে রয়েছেন কমেডিয়ান ট্রেভর নোহা।
এক নাম্বারে থাকা ভিলিয়ার্সের এই তালিকায় খেলোয়াড়দের পাশাপাশি আছেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষজনও। বিধ্বংসী ব্যাটসম্যান ডি ভিলিয়ার্স ছাড়াও তার সতীর্থ জেপি ডুমিনি, ফ্যাফ ডু প্লেসিস ও মরনে মরকেল রয়েছেন অষ্টম, নবম এবং দশম স্থানে।
সাবেক প্রোটিয়া খেলোয়াড়দের মধ্যে গ্রায়েম স্মিথ ও জ্যাক ক্যালিসেরও টুইটারে ফলোয়ারের সংখ্যা নেহাত মন্দ নয়। স্মিথ আছেন পাঁচ ও ক্যালিস ছয় নম্বরে। সমীক্ষায় দেখা যাচ্ছে, তালিকায় ক্রিকেটার ছাড়া অন্য কোনও খেলার সঙ্গে যুক্ত কোনো খেলোয়াড়ের নাম নেই।
১০ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর