বিপিএলে দুর্নীতি বন্ধে আঁটঘাট বেঁধে নেমেছে বিসিবি
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ও হাই-ভোল্টেজের আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ২০১২ সালে অনুষ্ঠিত প্রথম আসরের ওই টুর্নামেন্টে দুর্নীতি অথবা খুব বেশি ঝামেলা পোহাতে হয়নি বিপিএল গভর্নিং কাউন্সিলকে। কিন্তু দ্বিতীয় আসরে এসে ম্যাচ ফিক্সিংয়ের মত লজ্জাজনক ঘটনায় কলঙ্কিত হয় বিপিএল আসর।
তবে এবার বিপিএলে দুর্নীতি বন্ধে বেশ আট-ঘাট বেঁধে নেমেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও বিপিএল গভর্নিং কাউন্সিল। আর এ লক্ষ্যে মঙ্গলবার সকাল ১০ টায় রাজধানীর স্থানীয় একটি হোটেলে বিপিএল ফ্রাঞ্চাইজি ও মালিকদের নিয়ে সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়োজিত এই অনুষ্ঠানে বিসিবি’র সিইও নিজামউদ্দিন চৌধুরি সুজন বলেন, ‘ক্রিকেটে ম্যাচ ফিক্সিংয়ের মত ঘটনা গুলোর ফলে যেমনিভাবে আমাদের ক্রিকেট কুলষিত হচ্ছে ঠিক তেমনি দেশের ভাবমূর্তিও নষ্ট হচ্ছে। আর এ জন্যই আমাদের এই সচেতনামূলক অনুষ্ঠানের আয়োজন।’
ক্রিকেটের উন্নয়নে সচেতনামূলক অনুষ্ঠানটিতে আরো উপস্থিত ছিলেন, আইসিসি দুর্নীতি দমন ইউনিটের প্রধান ওয়াইপি সিং ও বিপিএলে এবারের আসরের ফ্রাঞ্চাইজিরা।
১০ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর
�