ক্যামেরার সামনে অনেকটা অসহায় মুস্তাফিজ
স্পোর্টস ডেস্ক: মনে আছে ভারত-আফ্রিকার বদের কথা? নিশ্চিত মনে থাকারই কথা। তাহলে ধরে নিতে পারি আপনার স্মৃতি থেকে বিলীন হয়ে যায়নি কাটার মুস্তাফিজের সেই ভয়ংকর রুপ। সেদিন ক্রিকেট বিশ্ব অবাক দৃষ্টিতে মুখে হাত দিয়ে তাকিয়ে ছিল তার বোলিংয় অ্যাকশনের দিকে।
কিন্তু মজার ব্যাপার হলো ক্রিকেট মাঠে তিনি যতটা না ভয়ংকর, ঠিক ততটা অসহায় বনে যান টিভি ক্যামেরার সামনে। বলতে গেলে ক্যামেরার সামনে গেলে তিনি অনেকটা ইতস্তত বোধ করেন।
বুধবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুস্তাফিজ যেভাবে কথা বললেন এটাকে সত্যিই সরলতা বলা চলে। ঘরের মাঠে টানা পাঁচটি ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ। আপনি সেই দলের সদস্য। ভাবতে কেমন লাগে? মোস্তাফিজ যে উত্তর দিলেন তা শুনে সাংবাদিকরা হো হো করে হেসে উঠলেন।
ভাবতে কেমন লাগে এই প্রশ্নের উত্তর নয়, প্রশ্নটা তার কাছে কেমন লেগেছে সেটা নিয়ে বললেন মুস্তাফিজ, ‘ভাই প্রশ্নটা কঠিন হয়ে গেছে, চেপে যান।’ তবুও সাংবাদিকরা তার মুখ থেকে কিছু শোনার জন্য আরো একবার প্রশ্নটি করেন।
সাংবাদিকদের জোরাজুরির পর উত্তর বললেন, ‘অনুভূতি নাই তো। কিভাবে বলব?’
তার জন্য বিসিবি থেকে সময় বেঁধে দেয়া হয়েছিল মাত্র চার মিনিট। কিন্তু তার কাছে এই চার মিনিট সময় মনে হয়েছিল চার বছর।
১০ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর