বুধবার, ১১ নভেম্বর, ২০১৫, ১১:০৯:০১

এবার জমবে আফ্রিদি-কোহলিদের লড়াই, বরফ গলেছে ভারতের

এবার জমবে আফ্রিদি-কোহলিদের লড়াই, বরফ গলেছে ভারতের

স্পোর্টস ডেস্ক : ভারত ও পাকিস্তানের মধ্যে কোনো দ্বিপাক্ষীয় টেস্ট সিরিজ হয়নি প্রায় আট বছর ধরে। দুই দেশের লড়াই দেখার অপেক্ষায় গোটা বিশ্ব। এবার জমবে আফ্রিদি-কোহলিদের লড়াই, বরফ গলেছে ভারতের। সর্বশেষ ওয়ানডে অনুষ্ঠিত হয় ২০১২ সালে। রাজনৈতিক কারণে আটকে ছিল দুই দেশের ক্রিকেট। এবার যেন বরফ গলল ভারতের। নিজ দেশে পাকিস্তানকে আমন্ত্রণ জানানোর পথে রয়েছে ভারত। রাজনৈতিক অস্থিরতা এবং সীমান্তে উত্তেজনা বিরাজমান থাকা পরেও ক্রিকেটে নতুন সম্পর্কে স্থাপন করতে চায় ভারত। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি’র সদ্য নিযুক্ত চেয়ারম্যান ও ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি শশাঙ্ক মনোহর এমন ইঙ্গিত দিয়েছেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের এক সাধারণ সভায় এই কথা বলেন মনোহর। তিনি বলেছেন, আমরা ডিসেম্বরে পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। ডিসেম্বরে উত্তর ভারতে এ সিরিজ আয়োজন করার পরিকল্পনা রয়েছে তার। তবে পাকিস্তান ও আরব আমিরাতে যেতে রাজি নন তিনি। ১১ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে