শনিবার, ১৪ নভেম্বর, ২০১৫, ০৭:৪৪:৫৩

রংপুরবাসীকে আশ্বাস দিলেন বিসিবি সভাপতি

রংপুরবাসীকে আশ্বাস দিলেন বিসিবি সভাপতি

স্পোর্টস ডেস্ক: আগামী এক বছরের মধ্যে রংপুর ক্রিকেট গার্ডেনকে আন্তর্জাতিক মানের ক্রিকেট খেলার উপযোগী করে দেয়া হবে বলে আশ্বাস দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি আজ শনিবার দুপুরে রংপুর ক্রিকেট গার্ডেনে ব্রাদার্স ফার্নিচার প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। পাপন বলেন, রংপুরে ক্রিকেট গার্ডেন খুব সুন্দর। এই গার্ডেন আগামী ১ বছরের মধ্যেই আন্তর্জাতিক মানের ক্রিকেট খেলার উপযোগী করা হবে। তবে গ্যালারির বিষয়টি সরকারের সাথে আলোচনা করে পর্যায়ক্রমে করা হবে। পাপন বলেন, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ বাংলাদেশেই হবে। এটি চূড়ান্ত হয়ে গেছে। কোন দেশ না আসলে ক্ষতি নেই। এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টও হবে বাংলাদেশ। পাপন বলেন, ইংল্যান্ড আমেরিকায় আরো বেশি বাংলাদেশের চেয়ে সন্ত্রাসী হামলা হয়। ক্রিকেট বাংলাদেশের ১৬ কোটি জনগণের প্রাণের খেলা। এদেশের মানুষ ক্রিকেটকে ভালোবাসে। এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট। এদেশের জনগণ ক্রিকেট নিয়ে কেউ ঝামেলা করুক তা মেনে নেবে না। এসময় ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি মাহবুব আরাম, পরিচালক লোকমান হোসেন, আকরাম খানসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।ক্রিকেট গার্ডেনে আসলে সিটি মেয়র সরফুদ্দীন আহম্মেদ ঝন্টুর নেতৃত্বে ক্রীড়ামোদিরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ১৪ নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে