শনিবার, ১৪ নভেম্বর, ২০১৫, ০৯:২০:৩৭

জাদেজার বলে আউট হয়ে গেলেন এবি ডি ভিলিয়ার্স

জাদেজার বলে আউট হয়ে গেলেন এবি ডি ভিলিয়ার্স

স্পোর্টস ডেস্ক: ভারতের বিপক্ষে চার ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টটি দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সের জন্য অন্য-রকমই হওয়ার কথা। শনিবার ব্যাঙ্গালোরে শততম টেস্ট ম্যাচ খেলতে নামেন প্রোটিয়া ব্যাটসম্যান। নিজের শততম টেস্টকে সেঞ্চুরি দিয়ে রাঙানোর দারুণ সুযোগ ছিল দক্ষিণ আফ্রিকার ওয়ানডে অধিনায়কের সামনে। তবে বিশ্বরেকর্ড গড়ার খুব কাছে গিয়েও ব্যর্থ হন তিনি। ৮৫ রান করে আউট হয়ে সাজঘরে ফেরেন এই ইনফর্ম ব্যাটসম্যান। টেস্ট ক্যারিয়ারের শততম ম্যাচে অর্ধশত সেঞ্চুরি পূরণ করতে না পারায় সাজঘরে ফিরার পথে অঝড় ধারা কেঁদেছিলেন এই ব্যাটসম্যান। এদিন ৫৯ বলে আট বাউন্ডারি হাকিয়ে হাফ-সেঞ্চুরি করেন তিনি। এটি তার টেস্ট ক্যারিয়ারের ৩৮তম হাফ-সেঞ্চুরি। শনিবার টেস্টের প্রথম দিন রবিন্দ্র জাদেজার করা ৫২তম ওভারের তৃতীয় বলে কাট করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন ডি ভিলিয়ার্স। দুর্দান্ত দৃঢ়তায় লাফিয়ে পড়ে ক্যাচটি লুফে নেন ভারতীয় উইকেটরক্ষক হৃদ্ধিমান সাহা। আম্পায়ার সরাসরি আউটের সঙ্কেত দিলেও পরে ম্যাচ রেফারি ক্যাচটি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে দেখেন। যদিও তাতে করে ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তের পরিবর্তন হয়নি। আউট হওয়ার আগে ১০৫ বলে ১১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৮৫ রান করেন ডি ভিলিয়ার্স। এবি ডি ভিলিয়ার্সের সামনে সুযোগ ছিল দ্বিতীয় দক্ষিণ আফ্রিকান ও সব মিলিয়ে অষ্টম ক্রিকেটার হিসেবে শততম টেস্টে সেঞ্চুরি করার রেকর্ড গড়ার। মাত্র ১৫ রানের জন্য সেই রেকর্ড হাতছাড়া করেন তিনি। যদিও দ্বিতীয় ইনিংসে সেই রেকর্ড গড়ার সুযোগ পাবেন তিনি। দক্ষিণ আফ্রিকার হয়ে গ্রায়েম স্মিথ ২০১২ সালে নিজের শততম টেস্টে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ওভালে সেঞ্চুরি করেন। গ্রায়েম স্মিথ ছাড়া শততম টেস্টে সেঞ্চুরি করা অপর ক্রিকেটাররা হলেন- কলিন কাউড্রে, জাভেদ মিয়াঁদাদ, গর্ডন গ্রিনিজ, অ্যালেক স্টুয়ার্ট, ইনজামাম-উল-হক ও রিকি পন্টিং। শততম টেস্টে সেঞ্চুরি করা ক্রিকেটারদের মধ্যে রিকি পন্টিং সবার চেয়েও ব্যতিক্রম। একমাত্র অস্ট্রেলিয়ার সাবেক এই ক্রিকেটারই শততম টেস্টের উভয় ইনিংসে সেঞ্চুরি করার কীর্তি গড়েন। ২০০৬ সালে ঘরের মাঠ সিডনিতে নিজের শততম টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১২০ ও ১৪৩* রানের দুটি নান্দনিক ইনিংস খেলেন পন্টিং। শততম টেস্টে সর্বাধিক ব্যক্তিগত ইনিংস খেলার রেকর্ডটি আবার পাকিস্তানের সাবেক কিংবদন্তী ক্রিকেটার ইনজামাম-উল-হকের দখলে। এই সাবেক পাক অধিনায়ক ২০০৫ সালে ব্যাঙ্গালোরে নিজের শততম টেস্টে স্বাগতিক ভারতের বিপক্ষে ১৮৪ রানের মহাকাব্যিক ইনিংস খেলেন। ১৪ নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে