বাংলাদেশে সফর স্থগিতের কারণ জানাল অস্ট্রেলিয়া
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে সোমবার বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া ফুটবল দল। এর আগে দেশটির ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড তাদের ক্রিকেট দলের বাংলাদেশ সফর স্থগিতের সাফাই গেয়েছেন।
খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকার বিষয় উল্লেখ করে গত মাসে বাংলাদেশ সফর স্থগিত করার ঘোষণা দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। অস্ট্রেলিয়ার ফুটবল ফেডারেশন (এফএফএ) গত শুক্রবার ঘোষণা দেয়, ১৭ নভেম্বর নির্ধারিত সময়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটি খেলবে তারা।
এর পর সাদারল্যান্ড ক্রিকেট দলের সফর স্থগিত করা নিয়ে শনিবার এবিসি রেডিওকে বলেন, “সফর বাতিল করা ছাড়া আমাদের কোনো উপায় ছিল না। একেবারেই কোনো উপায় ছিল না। এ রকম আবার হলে, একই পদ্ধতির মধ্য দিয়ে যাব আমরা। এটা ওই দিন আর ওই সময়ের পরিস্থিতির ব্যাপার।”
বাংলাদেশে টেস্ট সিরিজের জন্য অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা দিয়েছিল বাংলাদেশ সরকার ও বিসিবি। এর পরও সফর স্থগিত করায় হতাশ হয়েছিলেন বাংলাদেশের ক্রিকেট কর্তারা।
নিরাপত্তা ব্যবস্থার খোঁজ-খবর নিতে তখন অস্ট্রেলিয়া একটি নিরাপত্তা প্রতিনিধি দল পাঠিয়েছিল বাংলাদেশে। ঢাকায় স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন তারা। সে সময় বাংলাদেশের নিরাপত্তা সংস্থাগুলোর অনেকগুলোরই প্রধানরাও উপস্থিত ছিলেন।
অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রতিনিধি দল বাংলাদেশে থাকা অবস্থায় গুলশানে ইতালির এক নাগরিককে হত্যা করা হয়। অস্ট্রেলিয়াও সফর স্থগিত করার এ কথা জানায়।
বাংলাদেশ সফরে আসার সিদ্ধান্ত নেওয়ার আগে এফএফএ অস্ট্রেলিয়া ও বাংলাদেশ সরকার, বাংলাদেশ ফুটবল ফেডারেশন, ফিফা ও এশিয়ান ফুটবল কনফেডারেশনের সঙ্গে আলোচনা করে।
সাদারল্যান্ড দাবি করেন, ফুটবল দল তো বিমানে করে গিয়ে একটি ম্যাচ খেলেই চলে আসবে। কিন্তু ক্রিকেট দলের দীর্ঘ সময় বাংলাদেশে থাকতে হতো ও অনুশীলনের জন্য বার বার স্টেডিয়ামে যাওয়া-আসা করতে হতো।
ফুটবল দল আর ক্রিকেট দলের সফরের তুলনা করতে গিয়ে সাদারল্যান্ড বলেন, “আমি জানি না, ঢাকায় তারা কত সময় অবস্থান করবে। কিন্তু তিন সপ্তাহের একটা সফর খুব ভিন্ন বিষয়।”
এদিকে এফএফএ প্রধান ডেভিড গ্যালপ জানান, গত এক মাস ধরে নিরাপত্তা বিষয়ে বিশ্লেষণ ও আলোচনা করেই বাংলাদেশ সফরের সিদ্ধান্ত নেয় তারা। বিডিনিউজ
১৫ নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস