রবিবার, ১৫ নভেম্বর, ২০১৫, ০৭:১৪:৪৪

পাকিস্তান বোর্ডকে সাফ জানিয়ে দিলো ভারত

পাকিস্তান বোর্ডকে সাফ জানিয়ে দিলো ভারত

স্পোর্টস ডেস্ক : ডিসেম্বরের শীতে গরমাগরম ভারত-পাকিস্তান ক্রিকেট সিরিজ কি আদৌ হবে? ভারতীয় বোর্ডের উদ্যোগে এই সম্ভাবনা আবার দেখা দিলেও পাকিস্থান বোর্ড প্রধান শাহরিয়ার খান ভারতে এসে ‘হোম সিরিজ’ খেলা নিয়ে প্রশ্ন তুললেন। আপত্তি উঠল পাক-বোর্ডের অন্দরমহল থেকেও। তবে ভারতীয় বোর্ড জানিয়ে দিল পাকিস্তান ভারতে না এলে সিরিজ হবে না। দুই বোর্ড প্রধানের পরস্পরবিরোধী বিবৃতিতেও বিভ্রান্তির সৃষ্টি হল এই সিরিজ নিয়ে। শাহরিয়ার এ দিন সাংবাদিক বৈঠকে বলেন, ‘‘চুক্তিতে যেখানে রয়েছে সিরিজ আরব আমিরশাহিতে হবে, সেখানে আমরা ভারতে গিয়ে কেন খেলব? তা ছাড়া ভারতে আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা নিয়েও সংশয় রয়েছে। সিরিজটা ভারতে হলে আমাদের ৫০ মিলিয়ন ডলার ক্ষতিও হবে।’’ এই নিয়ে কথা বলতে কয়েক দিনের মধ্যেই দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন বলে জানান শাহরিয়ার। তবে ভারতে দল পাঠানো নিয়ে দ্বিমত রয়েছে পাক-বোর্ডেই। এগজিকিউটিভ কমিটির চেয়ারম্যান নাজাম শেঠির বক্তব্য, ‘‘এটা যখন আমাদের হোম সিরিজ, তখন আমরা কেন ভারতে গিয়ে খেলব?’’ এর জবাবে ভারতীয় বোর্ড সচিব অনুরাগ ঠাকুর আবার এ দিন সাফ বলে দেন, ‘‘ওরা এ দেশে এলে তবেই সিরিজটা হতে পারে। অন্য কোথাও গিয়ে পাকিস্তানের সঙ্গে খেলার অনুমতি আমাদের সরকার দেবে না। পাকিস্তান দল পাঠাতে রাজি হলে তবেই এই নিয়ে আলোচনা শুরু করা যাবে। না হলে নয়।’’ শাহরিয়ার এ দিন করাচিতে সাংবাদিক বৈঠকে বলেন, ‘‘শুক্রবার সন্ধ্যায় শশাঙ্ক মনোহর ফোন করে আমাকে জানান ভারতের সরকার আমাদের বিরুদ্ধে খেলার অনুমতি দিয়েছে এবং সিরিজটা তারা ভারতে করতে চান।’’ মনোহর অবশ্য শাহরিয়ারের এই দাবি উড়িয়ে দিয়ে বলেন, ‘‘আমরা এখনও সরকারের কাছে যাইনি। তাই বিবৃতিটা ঠিক নয়। শাহরিয়ারকে ফোন করেছিলাম। জানতে চেয়েছি ভারতে দল পাঠানোর ব্যাপারে ওঁদের সরকারের বক্তব্য কী?’’ শাহরিয়ার দাবি করেন, ‘‘বিসিসিআই আমাদের দলকে মোহালি ও কলকাতায় খেলার আমন্ত্রণ জানিয়েছে।’’ পাক-বোর্ড প্রধানের এই বিবৃতিও ঠিক নয় বলে শশাঙ্ক জানান এ দিন। তিনি বলেন, ‘‘পাকিস্তান দলকে ভারতে এসে খেলার আমন্ত্রণ জানাইনি তো।’’ ১৫ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে