রবিবার, ১৫ নভেম্বর, ২০১৫, ০৯:২৭:২৫

টাইগারদের আরেকটি ‘বাংলাওয়াশ’ মিশন আজ

টাইগারদের আরেকটি ‘বাংলাওয়াশ’ মিশন আজ

স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে রবিবার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বিকেল পাঁচটায় মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে এই ম্যাচ শুরু হবে। সরাসরি সম্প্রচার করবে বিটিভি ও গাজী টিভি। সফরে এসে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ‘বাংলাওয়াশ’ হয় জিম্বাবুয়ে। প্রথম টি-টোয়েন্টিতেও তারা হেরে যায় ৪ উইকেটে। ফলে আরেকবার টাইগারদের হোয়াইটওয়াশ লজ্জার সামনে চিগম্বুরারা। টানা চার জয়ের পর শেষটাও জিততে চায় বাংলাদেশ। মাশরাফি আগেই বলে রেখেছেন, আগামী বছর ভারতে টি-২০ বিশ্বকাপ ক্রিকেটের আগে সবাইকে দেখার সুযোগ নষ্ট করতে চান না তিনি। এ হিসেবে আজকের ম্যাচে নতুন ডাক পাওয়া পেসার কামরুল ইসলাম রাব্বি একাদশে এলে অবাক হওয়ার কিছু নেই। যেমনটি প্রথম ম্যাচে লেগ স্পিনার যুবায়ের হোসেনকে নিয়ে দেখিয়েছে। দারুণ ফর্মে থাকা স্পিনার আরাফাত সানির জায়গায় তিনি অভিষেকে দুই উইকেটে নিয়ে নির্বাচকদের আস্থার প্রতিদানও দিয়েছেন। টাইগার অধিনায়ক মাশরাফি বলেন, ‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টিতে আমরা কিছু ভুল করেছিলাম। এখন আর সে ভুলটা করতে চাই না।’ অন্যদিকে, সফরে এখনো জয়ের দেখা না পাওয়ায় শেষটা ভালো করতে মরিয়া জিম্ববুয়ে। সেক্ষেত্রে তারা তাকিয়ে প্রথম টি-টোয়েন্টিতে ৩১ বলে ৬৮ রানের কাব্যিক ম্যাচ খেলা ম্যালকম ওয়ালারের দিকে। অবশ্য তিনি বলেছেন, ‘দ্বিতীয় ম্যাচে স্কোরবোর্ডে আমরা আরো বেশি রান যোগ করতে চাই, বোলিংয়ে ভালো করতে হবে। শুরুটা ভালো করতে পারলে আমাদের পক্ষে ম্যাচ আসবে। কারণ প্রথম টি-২০ হারার পর অবশ্যই আমাদের আরেকটি সুযোগ রয়েছে।’ প্রথম ম্যাচের ভুলগুলো কাটাতে পারলে জয় নিয়ে দেশে ফিরতে পারলে সেটা তাদের জন্য অনেক বড় পাওয়া হবে বলে আশা ম্যালকমের। ১৫ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে