তবে কি রংপুরে আন্তর্জাতিক স্টেডিয়াম হবে?
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, রংপুরে খুব শিগগিরই আর্ন্তজাতিক ক্রিকেট খেলার সকল সুযোগ সুবিধা প্রদান করা হবে। আগামী এক বছরের মধ্যে রংপুরে আর্ন্তজাতিক সকল ধরনের ক্রিকেট খেলার ব্যবস্থা নেয়া হবে। তবে রংপুরে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নির্মান করা হবে কি না এ বিষয়ে কোন মন্তব্য করেন নি।
শনিবার রংপুর ক্রিকেট গার্ডেনে ব্রাদার্স ফার্নিচার প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ-২০১৫ এর উদ্বোধন করতে এসে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন পাপন।
পাপন বলেন, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট বাংলাদেশেই অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে আইসিসির সবশেষ মিটিংয়ে এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে। এ ব্যাপারে আর কোনো সমস্যা নেই।’
তিনি বলেন, ‘এরপর কোন একটা দেশ যদি না আসে সেটা তাদের ব্যাক্তিগত ব্যাপার। আইসিসি কখনই এটাকে সাপোর্ট করবে না। আর কোনো একটি দেশ না আসলেও টুর্নামেন্ট বাংলাদেশে হবেই।’
এর আগে তিনি রংপুর ক্রিকেট গার্ডেনে এসে পৌছলে হাজার হাজার মানুষ তাকে ফুলেল সংবর্ধনা জানায়। এ সময় তার সাথে ছিলেন ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি মাহবুব আনাম, পরিচালক লোকমান হোসেন ভুইয়া, আকরাম খান, শেখ সোহেল আহাম্মেদ সিইও নিজাম উদ্দিন চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তা।
তাদের স্বাগত জানান রংপুর সিটি মেয়র সরফুদ্দিন আহাম্মেদ ঝন্টু, জেলা প্রশাসক রাহাত আনোয়ার রংপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আনোয়ারুল হক।
১৫ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ