স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও ভারতের খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ এটি। মাঠে টানটান উত্তেজনার লড়াই। ভক্তদের মাঝে উত্তেজনার পারদ। নাসির হোসেনের ঝড়ো ব্যাটিংয়ে এর আগে চ্যালেঞ্জিং টার্গেট দাঁড় করাতে সক্ষম হয় টাইগার বাহিনী।
বোলিং সেসনে বাংলাদেশ নিয়ন্ত্রিত বোলিং করতে পারার তৃপ্তি নিয়ে অগ্রসর হচ্ছিল। অন্যদিকে হাতে উইকেট রয়েছে বলে রক্ষণশীলভাবে ব্যাট করছিল ভারতীয় শিবির।
কিন্তু এরই মধ্যে প্রবাহিত হয়েছে ঝড়ো হাওয়া। এই ঝড়ো হাওয়ায় লণ্ডভণ্ড হয়ে গেছে ভারতের মূল শক্তি। রুবেল হোসেন ও নাসির হোসেন ধস নামান ভারতীয় ব্যাটিং লাইনআপে।
৩৫ ওভার খেলা শেষে ভারতের রান যখন ১৫১ তখন ৩ টি করে ইউকেট শিকার করেন নাসির ও রুবেল হোসেন। ব্যাঙ্গালুরুতে এই দুই টাইগারের টাইগারের হঠাৎ আক্রমনে লণ্ডভণ্ড হয় ভারতীয় শিবির।
নাসির ও রুবেলের সফল আক্রমনে জয় পাওয়ার দৌঁড়ে আরও এগিয়ে গেল টিম বাংলাদেশ।
১৮ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর