রবিবার, ১৫ নভেম্বর, ২০১৫, ০৮:১০:১০

কঠিন সমীকরণে জিম্বাবুয়ে

কঠিন সমীকরণে জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক: এরই মধ্যে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের সব ক’টি ম্যাচ হেরে লজ্জার সাগরে ভাসছে সফরকারী জিম্বাবুয়ে একাদশ। শুধু কি তাই? ওয়ানডে পরবর্তী টি-টোয়ন্টি সিরিজের প্রথম টিতে টাইগারদের কাছে চরম ভাবে হেরেছে চিগুম্বুরারা। রবিবার সিরিজের দ্বিতীয় ও শেষ টে-টোয়েন্টিতে টসে জিতে ব্যাটিংয়ে নামে স্বাগতিক বাংলাদেশ। ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েসের দুর্দান্ত সূচনায় ১৩৫ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে একের পর এক ব্যাটিং ব্যর্থতার পরিচয় দিচ্ছেন জিম্বাবুয়েন ব্যাটসম্যানরা। অতিথিদের হয়ে ব্যাটিং উদ্বোধন করতে নামেন রেগিস চাকাভা আর সিকান্দার রাজা। বাংলাদেশের হয়ে বোলিং শুরু করেন মাশরাফি বিন মর্তুজা। ইনিংসের দ্বিতীয় ওভারেই সাফল্য মেলে টাইগার দলে। আল আমিনের করা প্রথম বলেই উইকেটের পেছনে থাকা মুশফিকের গ্লাভসবন্দি হয়ে ফেরেন ব্যক্তিগত ৫ রান করা সিকান্দার রাজা। পরের বলেই উইলিয়ামসকে বোল্ড করেন আল আমিন। এর পর বোলিংয়ে এসেই আঘাত হানেন মুস্তাফিজুর রহমান। তার দ্বিতীয় বলে উড়িয়ে মারতে গিয়ে সাব্বির রহমানকে ক্যাচ দিয় ফিরে গেছেন রেগিস চাকাভা। রান আউট হয়ে ফিরে গেছেন ক্রেইগ আরভিন। লুক জংউই কাভারে ঢেলে দিয়েই একটি রান নিতে চেয়েছিলেন, রান নেওয়া সম্ভব নয় বুঝতে পেরে ফিরে যান তিনি। ততক্ষণে অনেক দূর এগিয়ে আসা আরভিন আর ফিরতে পারেননি। মাশরাফি বিন মুর্তজার থ্রো ধরে নাসির স্টাম্প ভেঙে দেন। স্বাগতিকদের হয়ে মাঠে রয়েছেন ওয়ালার ও নেভিল মাদজিভা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ সংগ্রহ ১৬ওভার ৯৯ রানে ৬ উইকেট হারায় জিম্বাবুয়ে। বাংলাদেশ একাদশ : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), ইমরুল কায়েস, তামিম ইকবাল, এনামুল হক বিজয়, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানি, আল-আমিন হোসেন ও মুস্তাফিজুর রহমান। জিম্বাবুয়ের একাদশ : এল্টন চিগুম্বুরা (অধিনায়ক), সিকান্দার রাজা, তিনদাই চিসোরো, নেভিল মাদজিভা, ম্যালকম ওয়ালার, গ্রায়েম ক্রেমার, ক্রেইগ আরভিন, লুক জংউই, রেগিস চাকাভা, তিনাশে পানিয়াঙ্গারা ও শেন উইলিয়ামস। ১৪ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে