স্পোর্টস ডেস্ক: সব কিছু ঠিক থাকলে আগামী নভেম্বর-ডিসেম্বরে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসর। এবারের প্রতিযোগিতার জন্য এরই মধ্যে নির্ধারণ হয়েছে ৬টি দল। টুর্নামেন্টকে সামনে রেখে এই মুহুর্তে দলের ঘর ঘোছাতে ব্যস্ত ফ্রাঞ্চাইজিগুলো। কোচ থেকে শুরু করে উপদেষ্টা সব কিছুই এখন বেছে নেওয়ার সময়। বিশেষ করে কুমিল্লা লিজেন্ড দলের মালিক নাফিসা কামাল বেশ ভালোভাবেই তার ঘরের দিকে নজর দিয়েছেন।
ইন্ডিপেন্ডেস টেলিভিশন সুত্রে জানা যায়, নাফিসা কামাল আশা করছেন কোচ হিসেবে বর্তমানের জাতীয় দলের প্রধান কোচ চান্দিকা হাতুরুসিংহেকে কুমিল্লা লিজেন্ডের কোচ হিসেবে পাবেন। তবে এক্ষেত্রে অবশ্যই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) বাঁধা অতিক্রম করতে হবে তাকে।
শুধু কোচই নয়, ক্রিকেটার কেনার ব্যাপারেও এগিয়ে রয়েছে তার দল। কদিন আগেই জানিয়েছেন, শহিদ আফ্রিদিসহ ক্রিস গেইল আর কেভিন পিটারসেনকে দলে টানার চেষ্টা চালাচ্ছেন তারা। অন্যদিকে, মাশরাফিকে নেওয়ার জন্যও মুখিয়ে রয়েছেন তারা।
১৮ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/এমআর