শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:১৩:৪৭

মুস্তাফিজের বোলিংয়ে কাবু ঢাকা

মুস্তাফিজের বোলিংয়ে কাবু ঢাকা

স্পোর্টস ডেস্ক: জাতীয় লিগের প্রথম ম্যাচে কাটার বোলিং দিয়ে ঢাকাকে কাবু করল বর্তমান জাতীয় দলের প্রাণভোমরা তরুণ পেসার মুস্তাফিজুর রহমান। শুক্রবার ১৭ তম জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডে খুলনা বিভাগের মুখোমুখি হয় ঢাকা বিভাগ। দুই দলের মধ্যকার ৪ দিনের ম্যাচটি সকাল সাড়ে ৯টায় শেখ আবু নাসের স্টেডিয়ামে শুরু হয়েছে। এই ম্যাচের মাধ্যমে প্রায় ৩ বছর পর ঘরোয়া ক্রিকেটে খেললেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে এ দিন পারফরম্যান্সের দ্যুতিতে প্রশংসা কেড়ে নিয়েছেন তরুণ পেসার মুস্তাফিজুর রহমান ও অভিজ্ঞ স্পিনার আব্দুর রাজ্জাক।


খুলনা বিভাগের দলটিতে রয়েছে জাতীয় দলের বেশকিছু তারকা ক্রিকেটার। সেই তুলনায় ঢাকা বিভাগ যেন তারকা শূন্যই। ম্যাচের প্রথমদিনে এর প্রভাবও পরিলক্ষিত হয়েছে।

টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা। দিনশেষ ৮ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ১৭৪ রান। বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে পুরো ৯০ ওভারের খেলা হয়নি। মোট ৬২.২ ওভার খেলেই প্রথম দিনের খেলায় সমাপ্তি ঘটেছে। এদিন ঢাকা বিভাগের হয়ে সর্বোচ্চ ৬৮ রানের ইনিংস খেলেছেন সাইফ হাসান। এ ছাড়া নাদিফ চৌধুরী ৩৫ রানে অপরাজিত রয়েছেন।

খুলনা বিভাগের বোলাদের মধ্যে সাকিব পেয়েছেন একটি উইকেট। এর জন্য ১৬ ওভার বল করে তিনি খরচ করেছেন ৫৩ রান। অন্যদিকে, ৩টি করে উইকেট নিয়েছেন আব্দুর রাজ্জাক ও মুস্তাফিজুর রহমান। এ ছাড়া বাকি একটি উইকেট নিয়েছেন পেসার রবিউল ইসলাম।
১৮ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে