১১১ বছরের রেকর্ড ভাঙলেন রস টেলর!
স্পোর্টস ডেস্ক : ত্রিশতরান থেকে মাত্র ১০ রান দূরে থামতে হল রস টেলরকে৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পার্থ টেস্টের চতুর্থ দিন ২৯০ রানে আউট হয়ে গেলেন তিনি৷ সেই সঙ্গে করে গেলেন একগুচ্ছ রেকর্ড। এটাই অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে কোনও বিদেশি ক্রিকেটারের সর্বোচ্চ রান। আগের রেকর্ড ছিল ইংল্যান্ডের টিপ ফস্টারের। ১৯০৩ সালে সিডনিতে করেছিলেন ২৮৭।
অর্থাৎ, ১১১ বছরের রেকর্ড ভাঙলেন টেলর। বিদেশের মাটিতে নিউজিল্যান্ডের ব্যাটসম্যান হিসেবেও সর্বোচ্চ রান এটা। আগের রেকর্ড ছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে কলম্বোয় স্টিফেন ফ্লেমিংয়ের অপরাজিত ২৭৪। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে এটা দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস। রেকর্ড ১৯৩৮ সালে ইংল্যান্ডের লেন হাটনের ৩৬৪ রান। টেস্টে নিউজিল্যান্ডের এটা তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস।
টেলরের আগে রয়েছেন ব্রেন্ডন ম্যাকালাম (ভারতের বিরুদ্ধে ৩০২), মার্টিন ক্রো (শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৯৯)। নাথান লিয়নকে মাঠের বাইরে ফেলতে গিয়ে পরিবর্ত ফিল্ডার ওয়েলসের হাতে ধরা পড়েন৷ তার ৩৭৪ বলের ইনিংসে ৪৩টা চার রয়েছে। নিউজিল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয় ৬২৪ রানে৷ পার্থে এটা কোনও দলের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর৷ অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে স্টার্ক ৪টি, লিয়ন ৩টি উইকেট নেন।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া চতুর্থ দিনের শেষে তুলেছে ২ উইকেটে ২৫৮ রান৷ শতরান করে অপরাজিত স্টিভ স্মিথ ও অ্যাডাম ভোগস। স্মিথ ১৩১ রানে ও ভোগস ১০১ রানে উইকেটে। সাউদি ফেরান বার্নসকে (০)৷ ওয়ার্নার (২৪) আউট হন বোল্টের বলে।
১৭ নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস