শনিবার, ১৩ জানুয়ারী, ২০১৮, ১০:২৬:০৪

কোহলির সামনে জোড়া শত্রু! কাকে সামলাবেন ভারতকে নাকি সানিকে?

কোহলির সামনে জোড়া শত্রু! কাকে সামলাবেন ভারতকে নাকি সানিকে?

স্পোর্টস ডেস্ক: সেঞ্চুরিয়নে বল গড়ানোর আগেই খবর প্রকাশিত হয়েছিল, বিরাট কোহলি এ যাবৎ একই দল টানা দুটো টেস্টে নামাননি। সেঞ্চুরিয়নেও দলে পরিবর্তন
আনবেন তিনি। প্রথম টেস্টে হারের পরে দ্বিতীয় টেস্টে ভারতীয় দলে আনা হয়েছে তিন-তিনটি পরিবর্তন। ভুবনেশ্বর কুমারের পরিবর্তে ইশান্ত শর্মা, ঋদ্ধিমান সাহার বদলে পার্থিব পটেল এবং শিখর ধবনের বদলে দলে নেওয়া হয়েছে লোকেশ রাহুলকে।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতের দলগঠন নিয়ে খুশি নন ভারতের প্রাক্তন ওপেনার সুনীল গাওস্কর। কোহলির দলগঠন নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন তিনি। বাঁ হাতি ওপেনার শিখর ধবন ও পেস বোলার ভুবনেশ্বর কুমার বাদ পড়ায় অসন্তোষ গোপন রাখেননি গাওস্কর।

সেঞ্চুরিয়নে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টের প্রথম দিনের শেষে দক্ষিণ আফ্রিকার রান ছ’ উইকেটে ২৬৯ রান। রবিচন্দ্রন অশ্বিন তিনটি এবং ইশান্ত শর্মা একটি উইকেট নিয়েছেন। প্রোটিয়াদের হয়ে মার্করাম সর্বোচ্চ ৯৪ রান করেন। ভুবনেশ্বর কুমার দলে থাকলে কী হত, তা বলা যাচ্ছে না। তবে প্রথম একাদশে ভুবি না থাকায় গাওস্কর বলেছেন, ‘আমি বুঝতে পারছি না, কেপ টাউনে অনুষ্ঠিত প্রথম টেস্টের প্রথম দিন তিনটি উইকেট নেওয়ার পরেও ভুবনেশ্বর কুমারকে বসিয়ে ইশান্ত শর্মাকে কেন দলে নেওয়া হল। মহম্মদ শামি বা যশপ্রীত বুমরাহর পরিবর্তে ইশান্তকে দলে নেওয়া যেত। ভুবনেশ্বর কুমারকে বাদ দেওয়ার বিষয়টা আমার মাথায় ঢুকছে
না।
শিখর ধবনকে বাদ দেওয়া প্রসঙ্গে ভারতের প্রাক্তন ওপেনার আরও বিস্ফোরক। তিনি বলেছেন, ‘‘আমার মনে হয়, শিখর ধবন বলির পাঁঠা। সব সময়ে হাঁড়িকাঠে থাকে ধবনের মাথা। একটা ইনিংসে রান না-পেলেই দল থেকে বাদ দেওয়া হয় ওকে।’
এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে