শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৫, ১০:২২:৫৫

ফিফার সেক্রেটারি জেনারেল বরখাস্ত

ফিফার সেক্রেটারি জেনারেল বরখাস্ত

স্পোর্টস ডেস্ক: ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবলে টিকিট দুর্নীতির অভিযোগে ফিফার সেক্রেটারি জেনারেল জেরম ভালকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।

ওই বিবৃতিতে জানানো হয়, জেরম ভালকের বিরুদ্ধে বিশ্বকাপের টিকিট বিক্রিতে দুর্নীতির অভিযোগ ওঠে। এরই প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হলো। এছাড়া, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপের আয়োজক নির্ধারণের প্রক্রিয়া নিয়েও তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে। ফিফা এথিকস কমিটির তদন্তের সম্মুখীন হচ্ছেন ভালকে।

২০০৭ থেকে ফিফার সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করছেন এই ফ্রেঞ্চম্যান। গেল মে মাসে জুরিখে অভিযান চালিয়ে ফিফার শীর্ষ সাত কর্মকর্তাকে গ্রেফতার করে সুইস পুলিশ। ওই সাতজনের একজন, ইউজেনিও ফিগুয়েরদোর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণ হয়েছে বলে জানিয়েছে সুইজারল্যান্ড ফেডারেল অফ জাস্টিস।
১৮ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/এমআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে