শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০১৮, ১১:৩৩:৫৫

কয়েক দিন পরেই হতে পারে ভারত-বাংলাদেশ লড়াই

 কয়েক দিন পরেই হতে পারে ভারত-বাংলাদেশ লড়াই

স্পোর্টস ডেস্ক: যুব বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে দেখা হতে পারে দুই প্রতিবেশি দেশ ভারত ও বাংলাদেশের। নিউজিল্যান্ডে চলমান বিশ্বকাপে বাংলাদেশ দল ইতিমধ্যে দুই ম্যাচে জয় তুলে নিয়ে শেষ আটে জায়গা পাকা করে নিয়েছে। কয়েক দিন পরেই হতে পারে ভারত-বাংলাদেশ লড়াই।

সি গ্রুপে তিনটি খেলে ফেলেছে সাইফরা। কানাডা ও নামিবিয়ার বিপক্ষে জয় পাওয়া বাংলাদেশ দল ইংলিশদের বিপক্ষে নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে হারের স্বাদ পেয়েছে। যার কারনে গ্রুপ চ্যাম্পিয়ন হয় কোয়ার্টার ফাইনালে খেলা হচ্ছেনা টাইগারদের।

সি গ্রুপের শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে লড়বে দুর্বল কানাডা। ধরে নেয়া যায়, ইংলিশরা সহজ জয়ে সি গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনাল খেলবে। সেক্ষেত্রে বি গ্রুপের সম্ভাব্য চ্যাম্পিয়ন দল ভারতের বিপক্ষে খেলা পড়বে বাংলাদেশের।

দুই ম্যাচে দুটিতেই জয় তুলে নেয়া ভারত নিজেদের শেষ ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে লড়বে। জিম্বাবুয়ের বিপক্ষে জয় নিতে মাঠ ছাড়লে কোয়ার্টারে রাহুল দ্রাবিড়ের ছাত্রদের বিপক্ষে লড়তে হবে সাইফদের।

অন্যদিকে বি গ্রুপের পয়েন্ট তালিকায় দ্বিতীয়তে আছে অস্ট্রেলিয়ান যুবারা। সেক্ষেত্রে কোয়ার্টার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডকে পেতে পাচ্ছে অস্ট্রেলিয়ানরা।
১৯ জানুয়ারি ২০১৮/এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে