শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৫, ০২:৩০:২৮

টাইগার আতংঙ্কে অস্ট্রেলিয়া!

টাইগার আতংঙ্কে অস্ট্রেলিয়া!

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশকে ভয় পাচ্ছেন মাইকেল ক্লার্ক। বাংলাদেশর বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী মাসে সফরে আসবে অস্ট্রেলিয়া দল। মাইকেল ক্লার্ক, ক্রিস রজার্স, ব্র্যাড হ্যাডিন, শেন ওয়াটসন ও রায়ান হ্যারিসের মতো খেলোয়াড়রা অবসর নেয়ায় অস্ট্রেলিয়ার অনভিজ্ঞ দল আসছে বাংলাদেশে। আর এ দলটাকে বাংলাদেশের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হবে বলে মনে করেন সদ্য বিদায়ী মাইকেল ক্লার্ক।

তিনি বলেন, অস্ট্রেলিয়া দল অবশ্যই তাদের অভিজ্ঞ খেলোয়াড়দের মিস করবে। অভিজ্ঞ কাউকে পাচ্ছে না তারা। বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়ার জন্য কঠিন চ্যালেঞ্জের হবে। কারণ, তারা (বাংলাদেশ) এখন ক্রিকেট উত্থানের মধ্যে রয়েছে। ইতিমধ্যে কয়েকটি বড় বড় দেশকে হারিয়ে নিজেদের প্রমাণ করেছে।

নিজেদের দল নিয়ে শঙ্কায় থাকলেও এ সিরিজ তিনি টিভিতে দেখবেন না বলে জানালেন। অবসরের পর যতদূর সম্ভব আপাতত নিজেকে ক্রিকেট থেকে দূরে রাখার চেষ্টা করছেন তিনি।

আরও বলেন, আমি যতদূর সম্ভব চেষ্টা করছি ক্রিকেট না দেখার। আপাতত নিজেকে ক্রিকেট থেকে দূরে রাখতে চাই। খেলা দেখলে আমার ভেতরে শূন্যতা কাজ করবে। ক্রিকেটকে অনেক মিস করার অনুভূতি জেগে উঠবে।

তাই আপাতত এই পদ্ধতি অবলম্বন করছি। তাই বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার সিরিজ আমি দেখবো না।’ তবে নিজে এখন খুবই তৃপ্ত ও ভবিষ্যতে ফের ক্রিকেটের সঙ্গে জড়াবেন বলে জানালেন তিনি। বলেন, ‘সত্যিই আমি এখন খুব দারুণ অনুভব করছি। ঠিক সময়ে অবসর নিয়েছি বলে মনে হচ্ছে। তবে আপাতত ক্রিকেট থেকে নিজেকে দূরে রাখতে চাই। কিন্তু কিছুদিন পর ফের ক্রিকেটে লেগে যাবো। আমার একাডেমি থেকে ছেলে এবং মেয়ে ক্রিকেটার তৈরিতে সাহায্য করবো।

অস্ট্রেলিয়ার হয়ে ১১৫ টেস্টে ২৮ সেঞ্চুরি ও ২৭ ফিফটিতে ৪৯.১০ গড়ে ৮৬৪৩ রান করেছেন ক্লার্ক। আর ২৪৫ ওয়ানডেতে ৮ সেঞ্চুরি ও ৫৮ ফিফটিতে ৪৪.৫৮ গড়ে তার রান ৭৯৮১। এ বছর ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজ ৩-২ ব্যবধানে হারের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তিনি।
১৯ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে