শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৫, ০৩:২৭:৪৪

রাজ্জাক-মুস্তাফিজে বিধ্বস্ত ঢাকা

রাজ্জাক-মুস্তাফিজে বিধ্বস্ত ঢাকা

স্পোর্টস ডেস্ক : শুক্রবার ১৭তম জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডে স্বাগতিক খুলনা বিভাগ মুখোমুখি হয়েছে ঢাকা বিভাগের। দুই দলের মধ্যকার ৪ দিনের ম্যাচটি সকাল সাড়ে ৯টায় শেখ আবু নাসের স্টেডিয়ামে শুরু হয়েছে। এই ম্যাচের মাধ্যমে প্রায় ৩ বছর পর ঘরোয়া ক্রিকেটে খেললেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে এ দিন পারফরম্যান্সের দ্যুতিতে প্রশংসা কেড়ে নিয়েছেন তরুণ পেসার মুস্তাফিজুর রহমান ও অভিজ্ঞ স্পিনার আব্দুর রাজ্জাক।

প্রথম দিনের খেলা শেষে ঢাকার সংগ্রহ ৮ উইকেটে ১৭৪ রান।

এদিন, দুই দলের মধ্যকার ৪ দিনের ম্যাচটি সকাল সাড়ে ৯টায় শেখ আবু নাসের স্টেডিয়ামে শুরু হয়। আর এই ম্যাচের মাধ্যমে প্রায় ৩ বছর পর ঘরোয়া ক্রিকেটে খেললেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে তরুণ পেসার মুস্তাফিজুর রহমান ও অভিজ্ঞ স্পিনার আব্দুর রাজ্জাকের পারফরম্যান্সের দ্যুতিতে ঢাকা পড়েন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

খুলনা বিভাগের দলটিতে রয়েছে জাতীয় দলের বেশকিছু তারকা ক্রিকেটার। সেই তুলনায় ঢাকা বিভাগ যেন তারকা শূন্যই। ম্যাচের প্রথমদিনে এর প্রভাবও পরিলক্ষিত হয়েছে।

টস জিতে আগে ব্যাটিং দিনশেষ ৮ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ১৭৪ রান। বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে পুরো ৯০ ওভারের খেলা হয়নি। মোট ৬২.২ ওভার খেলেই প্রথম দিনের খেলায় সমাপ্তি ঘটেছে। এদিন ঢাকা বিভাগের হয়ে সর্বোচ্চ ৬৮ রানের ইনিংস খেলেছেন সাইফ হাসান। এ ছাড়া নাদিফ চৌধুরী ৩৫ রানে অপরাজিত রয়েছেন।

খুলনা বিভাগের বোলারদের মধ্যে ৩টি করে উইকেট নিয়েছেন আব্দুর রাজ্জাক ও মুস্তাফিজুর রহমান। এ ছাড়া বাকি একটি করে উইকেট নিয়েছেন সাকিব ও পেসার রবিউল ইসলাম।

সংক্ষিপ্ত স্কোর
ঢাকা বিভাগ : প্রথম ইনিংস, ১৭৪/৮, ৬২.২ ওভার (সাইফ হাসান ৬৮, নাদিফ চৌধুরি ৩৫*; মুস্তাফিজ ৩/২৪, রাজ্জাক ৩/৬০, সাকিব ১/৫৩)
১৯ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে