বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৮, ০৩:৩০:০১

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ভারত, বাংলাদেশের অবস্থান যেখানে

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ভারত, বাংলাদেশের অবস্থান যেখানে

স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকাকে হটিয়ে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এলো ভারত। গতকাল পঞ্চম ওয়ানডেতে প্রোটিয়াদের হারিয়ে শীর্ষস্থান দখল করে তারা। এর ফলে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম বার সিরিজ জয়ের কৃতিত্ব দেখালো ভারত। এ জয়ে ১২২ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের ১ নম্বর অবস্থানে উঠে এসেছে তারা। অন্যদিকে ১১৮ পয়েন্টে দুই নম্বরে দক্ষিণ আফ্রিকা। এর ফলে প্রথমবারের মতো এক সঙ্গে ওয়ানডে ও টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার কৃতিত্ব দেখালো বিরাট কোহলির ভারত।

অবশ্য ক্রিকেটের আরেক ফরম্যাট টি-টোয়েন্টিতে তৃতীয় অবস্থানে রয়েছে তারা। আর ৯৬ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের সপ্তম স্থানে রয়েছে বাংলাদেশ। টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ও ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় দল হিসেবে দক্ষিণ আফ্রিকা মিশন শুরু করেছিলো ভারত। তবে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ হারলেও র‌্যাঙ্কিংয়ের শীর্ষ স্থান ধরে রাখতে কোন অসুবিধা হয়নি ভারতের। টেস্টে ১২১ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে ভারত এবং ৬ পয়েন্ট কম দিয়ে একধাপ নিচে দক্ষিণ আফ্রিকা। আর এ ফরম্যাটে ৭১ রেটিং পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে বাংলাদেশ।
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে