‘বিপিএল হবে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি’
স্পোর্টস ডেস্ক: আজ থেকে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসর। ঘরোয়া ক্রিকেটের এই হাই-ভোল্টেজ আসরটি শুরুর আগে খেলোয়াড়রা নিজেদের বেশ ঝালিয়ে নিচ্ছেন আপন মনে। সবার একটাই চাওয়া নিজ দলের হয়ে ভালো কিছু।
বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার সাব্বির রহমান এবারের বিপিএলকে দেখছেন আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে।
শনিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের একাডেমী মাঠে অনুশীলন শেষে সাংবাদিকদের সাব্বির বলেন, “বিপিএল অনেক বড় একটা আসর। এর পরেই শুরু হবে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ। সে টুর্নামেন্টে খেলতে যাওয়ার আগে এটা অনেকটা অনুশীলন ম্যাচের মতো হচ্ছে। সব খেলোয়াড়রা বিপিএল খেলে আত্মবিশ্বাসী থাকবে। এটাকে অনুশীলন ম্যাচ অথবা প্রস্তুতি ম্যাচ যে কনটাই বলতে পারেন”।
ম্যাচের শেষ পর্যন্ত খেলে দলকে টিকিয়ে রাখায় থাকবে সাব্বিরের মুল টার্গেট। এর জন্য হয়তো তাকে নামতে হতে পারে ৪ অথবা ৫ এ। এভাবে জানালে তার পরিকল্পনার কথা গুলো। বলেন, “আমি নিজে কিছু পরিকল্পনা করেছি আশা করি তা কাজে লাগাবো। আমি হয়তো ৪/৫ এ খেলবো। শেষ পর্যন্ত খেলে যাবার চেষ্টা করবো। ম্যাচের শেষ পর্যন্ত দলকে সহযোগিতা করাই আমার মূল পরিকল্পনা।”
নিজের দল বলিশাল বুলস এই আসরে ভালো কিছু করবে এমন আশাবাদ ব্যক্ত করেন দেশ সেরা এই ব্যাটসম্যান।
২২ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর