রবিবার, ২২ নভেম্বর, ২০১৫, ০৩:১২:৫৪

শেষ পর্যায়ে খানিকটা দুর্বল চিটাগং ভাইকিংস

শেষ পর্যায়ে খানিকটা দুর্বল চিটাগং ভাইকিংস

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরের প্রথম ম্যাচে এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৪ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে চিটাগং তুলেছে ১২১ রান। শ্রীলঙ্কান ব্যাটিং দানব দিলশানের সাথে জুড়ি গড়ে দলকে অনন্য মাত্রায় নিয়ে যান তারা। তার পর দিলশানের সাজ ঘরে ফেরার পর এনামুলকে নিয়ে হাল ধরেন তামিম। ৩২ বলে ৫১ রান তুলে তিনিও পা বাড়ান দিলশানের পথে। এর পর ৩০ বলে ৩৬ রান তুলে ক্যাচ আউট হোন এনামুলও। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মাঠে নামে সাকিব আল হাসানের রংপুর রাইডার্স এবং তামিম ইকবালের চিটাগং ভাইকিংস। টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন চিটাগং অধিনায়ক তামিম। সন্ধ্যা পৌনে সাতটায় দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে মাশরাফি বিন মর্তুজার কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও কুমার সাঙ্গাকারার ঢাকা ডায়নামাইটস। ২২ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে