রবিবার, ২২ নভেম্বর, ২০১৫, ০৩:৫১:৫৩

বিপিএলের প্রথম ম্যাচেই দুর্দান্ত দাপটে নজর কেড়েছেন যে দুই তরুণ টাইগার

বিপিএলের প্রথম ম্যাচেই দুর্দান্ত দাপটে নজর কেড়েছেন যে দুই তরুণ টাইগার

স্পোর্টস ডেস্ক : তামিম ইকবাল যখন উইকেটে ছিলেন তখন ঘোড়ার চাকার মত এগিয়ে যায় যায় রানের চাকা। তামিম-দিলশানের মার মার কাট কাট ব্যাটিং বিশেষ অলংকার হয়ে থাকবে উদ্বোধনী ম্যাচে। তামিম ইকবাল ৫১ রান করে প্যাবিলিয়নে ফেরেন। বিজয়ের ব্যাটে এর পরেও এগিয়ে যায় চট্টগ্রাম দলের রানের চাকা। পেরেরা, সাকিব চরমভাবে ধোলাই খায় চট্টগ্রাম টিমের ব্যাটিসম্যানের কাছে। সাকিবের দলের সবাই যখন ব্যর্থ তখন দেখা গেল দেশিয় দুই ক্ষুদে ক্রিকেটারের দাপট। এই দুই জনের বোলিংয়ে মোটোমুটিভাবে সন্মান রক্ষা হয় সাকিবের দলের। মনে হচ্ছিল তামিমদের রান ২৫০ এর উপরে যাবে। কিন্তু না, বিদেশি তারকাদের ভিড়ের মধ্যে আবু জায়েদ ও সাকলাইন সজীব নিয়ন্ত্রণ ফেরার রানের চাকায়। বল হাতে সাফল্য বলতে যেটা বুঝায় সেটা পেয়েছেন এই দুইজনেই। সজীব ৩ টি ও জায়েদ ২টি উইকেট পান। এছাড়া অন্য কোনো বোলার কোনো উইকেট পাননি। ২০ ওভার খেলা শেষে তামিমদের সংগ্রহ ১৮৭ রান। জয়ের জন্য রংপুর রাইডার্সের দরকার ১৮৮ রান। চট্টগ্রাম দলের হয়ে তামিম ৫১, বিজয় ৩৯, মেন্ডিস ৩৯ ও দিলশান ২৯ রান করেন। ২২ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে