রবিবার, ২২ নভেম্বর, ২০১৫, ০৪:১৩:০২

হিউজের মৃত্যুই কি জনসনের অবসরের কারণ?

হিউজের মৃত্যুই কি জনসনের অবসরের কারণ?

স্পোর্টস ডেস্ক: সতীর্থ ক্রিকেটার ফিল হিউজের মৃত্যু তাকে প্রচণ্ড ভাবে নাড়িয়ে দিয়েছিল। মাত্র একটা বাউন্সার কেড়ে নিয়েছিল উঠতি প্রতিভাকে। ভারত তখন অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলছে। খেলার মাঝে ফিল হিউজের মৃত্যুর সংবাদ গোটা ক্রিকেট বিশ্বকে কাঁদিয়েছিল। অজিরা যখন ভারতকে তাদের ক্ষুরধার অস্ত্র পেস বোলিংয়ের মাধ্যমে বধ করতে প্রস্তুত, তখন ফিল হিউজ-ই যেন সেই পেস অ্যাটাক আর বাউন্সারের সামনে ছায়ামূর্তি হয়ে দাঁড়িয়েছিল। যে বাউন্সারের জন্য অজিরা গোটা ক্রিকেট দুনিয়ায় পরিচিত, আচমকা ফিলের মৃত্যুতে গোটা দল যেন ‘বাউন্সার ফেবিয়া’য় আক্রান্ত হল। কখনও সখনও একটা-আধটা বাউন্সার যদি মিস করে প্রতিপক্ষ ব্যাটসম্যানের মাথায় বা শরীরে আঘাত লেগেছে, তখনই গোটা দলকে দৌড়ে ব্যাটসম্যানের কাছে ছুটে যেতে দেখা গিয়েছে। সেই ফোবিয়ায় আক্রান্ত হয়েছেন অজি দলের আগুন ঝরানো বোলার মিচেল জনসন। ফিলের মৃত্যু তাঁর বোলিংয়ের উপর যে বেশ প্রভাব ফেলেছিল, সেটা অকপটেই স্বীকার করেন তিনি। প্রতিপক্ষ ব্যাটসম্যানকে, বাউন্সার, ইয়র্কার আর বলের গতিতে মাত করে দেওয়া জনসনের মুখে এ কী কথা? ভয় পেতে শুরু করেন জনসন। সম্প্রতি তিনি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তিনি জানান, একটা সময় টেস্ট ক্রিকেটের কঠিন মুহূর্তগুলিতে যে ভাবে উপভোগ করেছেন, এখন সেই আনন্দটাই উবে গিয়েছে। নষ্ট হয়ে গিয়েছে প্রতিযোগিতার ক্ষিধেটাও। তিনি বলেন, “ফিলের মৃত্যু এখনও বেদনা দেয়। সারা বিশ্বের ক্রিকেটারদের উপরও এর প্রভাব পড়েছিল। ফিলের মৃত্যু কিছুটা হলেও ক্রিকেটের ধরনে পরিবর্তন এনেছে।” ওই ঘটনার পর বার বারই তিনি বোলিং স্টাইলের পরিবর্তন আনতে চেষ্টা করেছিলেন, কিন্তু পারেননি। তিনি আরও বলেন, “অ্যাসেজের সময়েও আক্রমণাত্মক ভঙ্গিতে খেলেছিলাম, বেশ কয়েকটি শর্ট পিচ বলও করেছিলাম। কয়েকটি বল ব্যাটসম্যানের গায়েও লেগেছিল। পরমুহূর্তেই চিন্তা করেছি, আমি কি ঠিক কাজ করছি?” এক দিকে প্রতিপক্ষকে ধরাশায়ী করা শর্ট পিচ বল দিয়ে, অন্য দিকে, প্রতিপক্ষ ব্যাটসম্যানের যাতে আঘাত না লাগে— এই দুইয়ের মাঝে পড়েই মিচেল হয়তো কিছুটা দমে গিয়েছেন বলেই মত বিশেষজ্ঞদের। তবে মিচেল নিজে জানান, দলে প্যাট কামিন্স, জেমস প্যাটিনসনের মতো অনেক নতুন ফাস্ট বোলার উঠে এসেছে। তাঁরা খুব প্রতিভাবান। আনন্দ বাজার ২২ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে