সোমবার, ১২ মার্চ, ২০১৮, ১২:৪৯:৫০

লিটনের ব্যাটিং নিয়ে যা বললেন মোহাম্মাদ আশরাফুল

লিটনের ব্যাটিং নিয়ে যা বললেন মোহাম্মাদ আশরাফুল

স্পোর্টস ডেস্ক: গত বছরের মাঝপথ থেকেই টানা হারের বৃত্তে বাংলাদেশ। কোণঠাসাই হয়ে পড়েছিল টাইগাররা। তাই শ্রীলঙ্কার বিপক্ষে এ জয়ে তারা এখন ফিরে পেয়েছেন আত্মবিশ্বাস, পেয়েছেন মোমেন্টাম।

এটাকে পুঁজি করেই এগিয়ে যেতে বললেন আশরাফুল, আর তা করতে পারলে টাইগারদের ফাইনালেই দেখছেন সাবেক এ অধিনায়ক, ‘এই মোমেন্টামটার দরকার ছিল। অনেক দিন ধরেই আমরা মোমেন্টাম পাচ্ছিলাম না। বিশেষ করে ব্যাটিংয়ে সবাই যেভাবে খেলছে। ব্যাটসম্যানরা যেভাবে খেলেছে। তো এটাই দরকার। শুরুটা খুবই গুরুত্বপূর্ণ।’

তবে আশরাফুল মুগ্ধ হয়েছেন লিটন কুমার দাসের ব্যাটিং দেখে। ম্যাচ জয়ের জন্য শুরুটা যেমন দরকার ঠিক তাই এনে দিয়েছেন এ উইকেটরক্ষক ব্যাটসম্যান। পাশাপাশি সমালোচনার জবাবও দিয়েছেন। মাত্র ১৯ বলে ৪৩ রানের ইনিংস খেলেছেন তিনি। শেষ দুই তিন বছরে তাকে দলে নেওয়ার কারণ বহুবারই দর্শাতে হয়েছে নির্বাচকদের।

তবে শনিবার তার ব্যাটই সব উত্তর দিয়েছে বলে মনে করেন আশরাফুল, ‘লিটনকে গত আড়াই তিন বছর সুযোগ দেওয়া হয়েছিল কেন। কালকের ইনিংসের মধ্যেই বুঝিয়ে দিয়েছে ওর মধ্যে কি আছে। ফর্মে আছে। মারাত্মক ফর্মে আছে। ঢাকা লিগে দুইটা সেঞ্চুরি করে গেছে ৭ ম্যাচেই। আর বিসিএলেও রান করেছে। দারুণ একটা সূচনা এনে দিয়েছে, এটা যেন ধারাবাহিক হয় এটাই আশা করবো।’

তবে শুধু লিটনেই মুগ্ধ নন আশরাফুল। এক সময়ের জাতীয় দলের সতীর্থ মুশফিকুর রহীমের ইনিংসকে এক কথায় অসাধারণ বললেন তিনি। তবে এবার আশা করছেন সিনিয়রদের দেখাদেখি তরুণরাও এগিয়ে আসবেন, ‘মুশফিকতো অসাধারণ খেলেছে।

ও শেষ পাচ ইনিংসে দুইটা ফিফটি করলো। স্ট্রাইক রেট ১৬০ এর উপরে সবসময়। এটা ভালো সিনিয়র খেলোয়াড়রা ভালো করছে। এখন সৌম্য (সরকার), সাব্বির (রহমান), তাসকিন (আহমেদ) ওদের একটু টাচে আসা দরকার। একটু এগিয়ে আসা দরকার। যদি ফাইনাল খেলতে হয় সবাইকে অবদান রাখতে হবে।’

মুশফিকের মতো দলের আরেক অভিজ্ঞ খেলোয়াড় তামিম ইকবালও দারুণ খেলেছেন। লিটনের সঙ্গে ওপেনিংয়ে এনে দিয়েছেন ৭৪ রানের জুটি। তাই সার্বিক পরিস্থিতিতে দারুণ খুশি আশরাফুল, ‘দলের পরিবেশ দারুণ আছে।

সিনিয়রদের কাছ থেকে আমরা এটাই আশা করি।’ এ ধারাবাহিকতা রাখতে পারলে টাইগাররা ফাইনালও খেলবে বল আশা করছেন এ সাবেক অধিনায়ক, ‘কালকে যেভাবে খেলেছে তাতে আশাবাদী। তবে টি-টুয়েন্টি সংস্করণে আমরা ওইভাবে ওই মানের এখনও হইনি। তারপরও মনে হয় ভালো কিছু করা সম্ভব।’
এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে