রবিবার, ২২ নভেম্বর, ২০১৫, ০৪:৫৮:৫৮

জাতীয় দলে ফেরার জন্য নতুন পলক পেলেন ইরফান পাঠান

জাতীয় দলে ফেরার জন্য নতুন পলক পেলেন ইরফান পাঠান

স্পোর্টস ডেস্ক : একসময় ইরফান পাঠান সম্বন্ধে বলা হত ভারতীয় ক্রিকেট ইতিহাসের সবচেয়ে প্রতিভাবান অলরাউন্ডার তিনিই৷ কিন্তু শেষ তিন বছর জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি বরোদার বাসিন্দাকে৷ চোট-আঘাত আর খারাপ পারফরম্যান্সই তাঁকে জাতীয় দলে ফিরতে দেয়নি৷ কিন্তু সম্প্রতি রঞ্জিতে দুর্দান্ত ফর্মে রয়েছেন এই বাঁ-হাতি পেসার৷ ১২টি উইকেট ও ৯০-এর উপর রান করেছেন শেষ দুই ম্যাচে৷ তিনি বলছেন, জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখি আজও৷ বল-ব্যাটে সাফল্য পেয়ে ইরফান পেলেন নতুন পলক! রঞ্জিতে আরও ভালো পারফরম্যান্স করে সেই স্বপ্নপূরণ করতে চাই৷ ভালো খেললে নির্বাচকরা নিশ্চই আমার কথা ভাববেন৷ আমি এখন পুরো ফিট৷ গুজরাটের মতো স্লো আর পাটা পিচেও ছ’উইকেট পেয়েছি৷ আমি খুব ভালোভাবেই জানি যে, প্রত্যাবর্তনের রাস্তা কখনই সহজ নয়৷ কিন্তু অতীতেও আমি এভাবেই দলে ফিরেছি, আগামী দিনও পারব৷ গাঙ্গুলি, দ্রাবিড়, ধোনির মতো দুর্দান্ত অধিনায়কদের হয়ে খেলার অভিজ্ঞতা আমার রয়েছে৷ আশা করি কোহলির ক্যাপ্টেনসিতেও আমি ভালো ফল করব।-কলকাতা ২২ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে